তুমি, আমি মাঝে এক বিশাল সমুদ্র

22 3 0
                                    

- রুম নম্বর ৫০৭ ম্যাম।
- জ্বী ধন্যবাদ।

মিষ্টি তার রুমের দিকে যাবে ঠিক তখন‌ই দেখলো হোটেলের গেটে প্রচণ্ড ভীড়। মিষ্টি ব্যাপারটা উড়িয়ে দিলো, এসেছে হয়তো এক দল পরিবার কিংবা বন্ধু বান্ধব কক্স বাজারে নতুন বছর উদযাপন করার জন্য। মিষ্টি তার রুমে যাওয়ার জন‌ পা বাড়ালো ঠিক তখন‌ই একজনের সাথে ধাক্কা খেলো।

- দুঃখিত।
- ঠিক আছে, সমস্যা নেই।

লিফ্টে উঠে পড়লো মিষ্টি আর লিফ্টের দরজা বন্ধ হতে হতে দেখলো অনেক জন লোক সেই লোকটাকে ঘিরে দাড়িয়ে আছে যেন সে কোন বড় নায়ক বা রাজনৈতিক নেতা। এবং মিষ্টি একটু ভাবলো মানুষটা কে হতে পারে কিন্তু না, সে আগে কখনো দেখে নি তাকে।

মিষ্টি আর পাত্তা দিলো না, এসব বিখ্যাত মানুষ এখন তার আর তেমন গায়ে লাগে না। এমন কত মানুষের সাথে সে সাক্ষাৎ করেছে জীবনে গণনার বাহিরে। বিভিন্ন জায়গায় যাত্রা করার সময় সে বিভিন্ন মানুষকে দেখেছে যেমন বিখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পি লেহেরি, চলচ্চিত্র নায়ক ইমন, ভারতীয় ক্রিকেট খেলোয়াড় রা সহ আরো অনেকে। এই মানুষটাকে চেনা যাচ্ছে না সুতরাং মিষ্টির কোন ইচ্ছা নেই জানার মানুষটা কে।

মিষ্টি নতুন বছর উদযাপন করার জন্য কক্স বাজার গিয়েছে, হোটেল সীগালে উঠেছে। বাসার সবার সাথে এক প্রকার ঝগড়া করেই এসেছে বলতে গেলে কারণ একা কোথাও যাওয়ার অনুমতি তার ছিলো না। ঘুরতে যাওয়ার জন্য হোক বা অন্য যে কোন কারণ তার মা তার সাথে সবসময় থাকবেই থাকবে। এটা মিষ্টির মোটেও পছন্দ না তাই সে যথা সময়ের অপেক্ষায় ছিলো এতদিন। এখন সে যথেষ্ট বড় হয়েছে, পড়াশোনা শেষ করেছে, কয়েক মাস পরে আমেরিকায় চলে যাবে পিএইচডি করার জন্য। এখন নিজের মত না ঘুরলে কখন ঘুরবে সে! তাই অনেক কাঠ খোড় পুড়িয়ে কক্স বাজার এসেছে, নিজের ইচ্ছা মত ঘুরবে ফিরবে আনন্দ করবে।

মিষ্টি রুমে পৌঁছে ফ্রেশ হয়ে বের হলো সাগর পাড়ে যাওয়ার জন্য। র‌ওনা দিয়েছে সেই সকালে কিন্তু পৌঁছাতে পোঁছাতে বিকেল হয়ে গেলো। আজকে আর সূর্যাস্ত দেখা হবে না মিষ্টির, বেশ দেরী হয়ে গিয়েছে। কক্স বাজারে সমুদ্র ছাড়া দেখার জায়গা হাতে গোণা মাত্র কয়েকটা আর মিষ্টি তো এখানে আছে প্রায় দুই সপ্তাহের মত তাই কোথাও যাওয়ার কোন তাড়াহুড়ো নেই।

স্বপ্নপুরী (Completed)حيث تعيش القصص. اكتشف الآن