মিলন অনিবার্য

28 4 0
                                    

কাল সারা রাত ছিল স্বপনের‌ও রাত
কাল সারা রাত ছিল স্বপনের‌ও রাত
স্মৃতির আকাশে যেন বহুদিন পর
মেঘ ভেঙ্গে উঠেছিল পূর্ণিমার চাঁদ
কাল সারা রাত ছিল স্বপনের‌ও রাত

কয়েকটা বছর পার হয়ে গেল, বয়ে গেল বহু সময় তাও বদলে যায় নি সাদীর জন্য নোরার ভালোবাসা। একজন শিল্পীকে ভালোবাসলে তাকে পাওয়া যে অসম্ভব সেটা জানার পরেও নোরা তাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে গেল। এত কিছু হ‌ওয়ার পরেও সে পারলো না সাদীকে ঘৃণা করতে কারণ যে যাই বলুক না কেন তার হৃদয় জানে সাদী খারাপ মানুষ নয় তবে এই ভালো মানুষটা যে তার ভাগ্যে নেই সেটাও নোরা ভালো করেই জানে। আর জানে বলেই এই তেঁতো সত্যিটা মেনে নিয়ে জীবন যাপন করছে।

- কি রে? এখন‌ও এখানে বসে আছিস? চল, দেরী হয়ে যাচ্ছে তো।

আজকে নোরার ভাই হেমন্তের বিবাহ উৎসব। বাংলাদেশে তারা ডেস্টিনেশন ওয়েডিংএর ব্যবস্থা করেছে। হেমন্তের হবু স্ত্রী, রচয়িতা বাঙ্গালি তাই সম্ভব হয়েছে। তবে হেমন্ত আর রচয়িতার প্রথম দেখা জাপানেই। কোন এক বৈশাখী অনুষ্ঠানে তাদের প্রথম মিলনায়তন ঘটে যেটার উপস্থাপিকা ছিলো রচয়িতা নিজেই। নোরার ভাষায়, উপস্থাপিকার উপস্থাপনা দেখেই প্রেমে পড়েছেন তার ভাই হেমন্ত। হেমন্ত প্রচুর লাজুক স্বভাবের, একদম তার বোনের উল্টো। দুই বছর আগে ঘটে যাওয়া নোরার কাণ্ড যখন হেমন্ত জানতে পারে তখন প্রায় এক সপ্তাহের মতো সে তার বোনের মুখোমুখি হয় নি। অনেক কাঠ খোর পুড়িয়ে নোরা তাকে বুঝিয়েছিল, তারপর গিয়ে স্বাভাবিক হয়েছিল তার ভাই। তাও মাঝে মাঝে এখন‌ও সাদীর নাম শুনলেই বিচলিত হয়ে পরে হেমন্ত, যেমনটা হয় নোরাও যদিও দুজনের কারণ আলাদ।

- দিদি, তোর হাতের ট্যাটুটা উঠিয়ে ফেলতে পারিস না?
- কেন? কি সমস্যা তোর?
- না মানে, আমার কোন সমস্যা নেই।
- তাহলে?
- রচয়িতার পরিবারের কেউ জানে সেই ঘটনার কথা।
- কোন ঘটনা?
- ওইযে, তোর আর...
- আমার আর...
- উফফ দিদি, তুই কিচ্ছু বুঝিস না।
- না, আমি বুঝি না। তুই বোঝা আমাকে।
- দিদি, তোর আর...তোর আর সাদী ভাইয়ের ব্যাপারটা।
- ওমা, পুরো দেশে তোলপাড় হয়েছে আর তোর ব‌উয়ের বাড়িতে কেউ জানে না। এটা কেমন কথা?
- দিদি, জানে না সেটাতো ভালো কথা।
- ভালো হলে ভালো।
- তুই এমন কিছু করিস না যেটাতে তারা এই ব্যাপারে জেনে যাবে।
- শোন, আমার ট্যাটুর সাথে ওই ঘটনার কোন সম্পর্ক নেই। আমি এটা করিয়েছি প্রায় দশ বছর হয়েছে, যখন তোর নাক টিপলে দুধ বের হতো। বিয়ে হচ্ছে বলে নিজেকে খুব বড় ভাবছিস?
- এসব কি ভাষা? তুই আমার সাথে সুন্দর করে কথা বলতে পারিস না?
- হীমু, আমি কারো সাথেই ভালো ভাবে কথা বলি না।
- এই যে আবার হীমু! কতবার বলেছি আমাকে ওইটা বলে ডাকবি না।
- তোর হেমন্ত নামটাও না আমিই রেখেছিলাম, তাই সেটাকে পালটে আমার যা ইচ্ছা হয় আমি সেটাই ডাকবো।
- উফফ! তোকে নিয়ে আর পারি না!
- পারতে হবে না। আচ্ছা শোন, এই থালাগুলো নিয়ে যা। আমি আসছি।
- তুইও আমার সাথে চল, থালা আমি কাউকে পাঠিয়ে নিয়ে নিচ্ছি।
- যা বলছি, আমি আসছি তো।
- গত এক ঘণ্টা ধরে বলছিস আসছি, এখন না গেলে মা আমাকেই সবার সামনে পিটাবে।
- তোর সাথে সেটাই হ‌ওয়া উচিত। এই ব্যাটা, তোর বিয়ে হচ্ছে এবার তো একটু বড় হতে পারিস। এখনো তোর নাক টিপলে দুধ বের হবে, তাহলে ব‌উরটা....
- উফফ মা, দেখো না দিদি কি সব কথা বলছে?
- কিরে হীমু, লজ্জা পেয়েছিস?

স্বপ্নপুরী (Completed)Donde viven las historias. Descúbrelo ahora