যা হয়েছে ভালো হয়েছে

15 3 0
                                    

- আরেহ আরেহ, হচ্ছে টা কি এইটা! কে আপনারা?
- একদম চুপ, একদম চুপ, কোন কথা বলবি না বলে দিলাম। চিৎকার করলৈই গলাটা শরীর থেকে আলাদা করে ফেলবো!
- আমাদের ছেড়ে দিন, দয়া করে এমন কিছু করবেন না, আমাদের ছেড়ে দিন।
- বললাম না মুখ বন্ধ রাখতে, কথা কানে যায় না! গুলি মেরে একদম খুলি উড়ায় দিবো!
- ভাই ভাই, আমাদের ছেড়ে দেন! কেন এমন করছেন! আম্মু, তুমি কিছু বলো না! ওনাদের বলো চলে যেতে!
- এই মেয়ে, বেশি কথা বলিস তুই! চল, কোথায় কি আছে দেখাবি আমাকে, চল!
- না না, কোথাও কিছু নেই তো! ভাই দয়া করে আমাদের এত বড় সর্বনাশ করবেন না, প্লীজ ভাই।
- ওই রুমে কি আছে! চল, আয় আমার সাথে!....খোল, আলমারি খোল আর যা আছে সব এই ব্যাগে ঢোকা।
- না না ভাই...
- ঢোকা বলছি নাহলে একদম শেষ করে দিবো।
- ভাই, আমার মনে হয় এই মাইয়া নিজের জীবনের পরোয়া করে না, এইটার ভাইটারে উড়ায় দেন তাহলে বুঝবে।
- ঠিক বলেছিস রাসেল, যা ওর ভাইটার খুলি নিয়ে আয় আমার জন্য।
- না না ভাই, আমি করছি।
- তারপর এখানে, কোথায় কি আছে?
- না ভাই, ওইটাতে কিছু নেই। দ্বিতীয় ড্রয়ারে তো একদম‌ই কোন কিছু নেই।
- তাই না! রাসেল এই ড্রয়ারটা খোল, খুলে বের কর সবকিছু।
- জ্বী ভাই।
- কিছু নেই! কিছু নেই! মশকারি করিস আমার সাথে, মশকারি! দেখাচ্ছি তোকে মজা! এই রাসেল জিনিস পত্র সব নেওয়া হ‌ইছে?
- জ্বী ভাই।
- চল এবার। আর তুই, ধর এটাকে, আমার হাত ব্যথা হয়ে গেছে।
- আহহহহ! আআহহহ! আম্মু!!
- আবার চিল্লায়! ভাই এটাকে মারলে তো আরো জোড়ে চিল্লায়।
- থাক আর মারতে হবে না, এই যে আপনারা! আপনাদের মাইয়ারে সাথে করে নিয়ে গেলাম। ভুলেও পুলিশকে খবর দিয়েন না, না হলে কিন্তু মাইয়ার লাশ ঠিকানা অনুযায়ি পৌঁছায় দিয়া যামু। কথাটা মাথায় রাইখেন।
- ভাই এটারে নিয়া কি করবেন! মাইরা থুইয়া যান সবগুলারে!
- তুই চুপ থাক, তোর কাছে জানতে চাইছি? খালাম্মা, ফ্রি তে একটা উপদেশ দিয়া যাই। রাতে ঘুমানোর সময় অবশ্য‌ই দরজা জানালা ভালো করে লাগায় ঘুমাবেন না হলে আজকে যা দেখলেন, তার থেকেও ভয়ঙ্কর কিছু ভবিষ্যতে হতে পারে!
- উমম! উমমমম!
- কিরে খালাম্মার মুখ বাইন্ধা রাখসোস কেন! আচ্ছা থাক, খালাম্মা পরে খুলতে পারবো। আমরা যাই তবে, আসসালামু আলাইকুম।
- ছাড়ুন আমাকে, ছাড়ুন।
- এ্যাই, এই মাইয়াটার মুখ বান্ধ তো নাইলে সারা মহল্লা জাইগ্যা যাইবো অর চিল্লানিতে!
- জ্বী ভাই।
...

স্বপ্নপুরী (Completed)Donde viven las historias. Descúbrelo ahora