মুনিয়ার বিয়ে

110 4 0
                                    

মুনিয়ার ছোটবেলা থেকেই বিয়ে করার শখ। বিয়ে নিয়ে অনেক স্বপ্ন তার। পারিবারিক হোক আর প্রেমের, বিয়ে তার মন মত হতে হবে। একদম স্বপ্নের দেশের রাজকন্যার মত, যা দেখে সবার চোখ জুরিয়ে যাবে।

বিয়ে তো জীবনে মানুষ একবার‌ই করে সুতরাং বিয়ে নিয়ে কেন হাজার স্বপ্ন থাকবে না? মুনিয়া তাই ভাবে।

বাবা-মায়ের এক মাত্র সন্তান মুনিয়া। অনেক আদরের সাথে বড় হয়েছে, যখন যা চেয়েছে তাই পেয়েছে, না চাইতেও অনেক কিছুই পেয়েছে। মুনিয়া মেয়েটা ভারি মিষ্টি একটা মেয়ে। দুধে আলতা গায়ের রঙ, ডাগর বড় চোখ, লম্বা ঘন চুল, উচ্চতা ৫ ফিট ৭ আর সবার আদরের। সবচেয়ে বড় কথা, মেয়েটার মন খুব ভালো। বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান নয় সে। জীবনের প্রতিটি পর্যায়ে সে ছিল প্রথম। পড়াশোনা থেকে শুরু করে খেলাধূলা, ঘরের কাজ সবকিছুতে সে পারদর্শী। সবসময় সবাইকে যেভাবে পারে সাহায্য করার চেষ্টা করে। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করাটা সে খুব ভালো করেই জানে। এক কথায় বলতে গেলে সর্বগুণে সম্পন্ন মুনিয়া, যার কারণে সবসময়‌ সবার চোখের মণি হয়েই থেকেছে। আরেকটা গুণ আছে তার যেটা তার সর্বকালীন গর্ব, তার নৃত্য।

মুনিয়া নাচতে ভীষণ পছন্দ করে। কখনো কোথাও তেমন ভাবে নৃত্য পরিবেশনা করে নি স্কুল কলেজের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কিন্তু নিজের ঘরে অবসর সময়ে পছন্দের গানে প্রায়‌ই সে নৃত্য করে থাকে। কখনো কখনো নৃত্যের ভিডিও দেখে শিখে নেয় আবার কখনো গানের ছন্দে নিজেই একটা নৃত্য তৈরি করে ফেলে।

বিশেষ এই গুণটি থাকার ফলে তার প্রধান ইচ্ছা তার বিয়েতে সে নিজে একটা নৃত্য পরিবেশনা করবে। তার খুব ইচ্ছা তার স্বামীও তাকে সঙ্গ দিবে তার সেই নৃত্যে কিন্তু যদি নাও দেয় তাতে তার কোন মাথা ব্যথা নেই। স্বামীর উদ্দেশ্যেই তো তার নৃত্য থাকবে। চলচ্চিত্রে যেভাবে সে দেখেছে ধুমধাম নানান আয়োজনে বিয়ে কিছুটা সেরকম‌ই তার ইচ্ছা।

স্বপ্ন দেখতে দেখতে পার হয়ে গেল অনেকগুলো বছর। কানাডা থেকে পড়াশোনা শেষ করে ফিরে এখন সে ঘরে বসা। তেমন কিছু করার নেই তার হাতে। বন্ধু-বান্ধবদের সাথে ঘোরাফেরা, পরিবারকে সময় দেওয়া আর এর মাঝে বাবাকে না জানিয়ে একটা চাকরি খোঁজা, এইভাবেই তার সময় চলে যাচ্ছে।

স্বপ্নপুরী (Completed)Donde viven las historias. Descúbrelo ahora