নোরার সাদী

20 3 0
                                    

সাইরু হিল রিসোর্ট, বান্দরবনের অন‌্যতম রিসোর্টের মধ্যে একটি। চারিদিকে গাছ পালা আর পাহাড়, মাঝে এই রিসোর্টটি। সবুজ শ্যামলের মাঝে আছে আবার একটি নদী যেটা পাহাড় বেয়ে নেমে গিয়েছে অনেক দূর পর্যন্ত। রিসোর্টের পাশ দিয়েই নদীটি অতিবাহিত হয়েছে। প্রত্যেকটি রুম থেকেই এই মনোমুগ্ধকর দৃষ্টি দেখা যায়।

সারা রাত যাত্রা করে সকালে সাইরু হিল রিসোর্টে পৌঁছালো নোরা ইসলাম। নিজের গাড়ি নিয়েই এসেছে, গাড়ি রেখে রুম নিয়ে চলে গেলো সেখানে। ফ্রেশ হয়ে বের হয়ে পড়লো হাতে ক্যামেরা নিয়ে, প্রকৃতির সাথে মিশে যেতে। যত‌ই ক্লান্ত হোক না কেন নোরা, সে রুমে বসে থাকার জন্য এখানে আসে নি। ঘুরতে এসেছে, কাজে এসেছে সেটাই তাকে করতে হবে।

হাটতে হাটতে বহুদূর চলে গেলো নোরা কিন্তু তার মন মত একটা জায়গা খুজে পাচ্ছে না। নোরা শুনেছিল সেরকম জায়গা বান্দরবনেই পাবে তাই তো জাপান থেকে তার ফটোগ্রাফির এসাইনমেন্ট পূরণ করতে চলে এলো নিজ দেশে। এমন প্রাকৃতিক, সবুজ শ্যামলের দেশ আর একটিও আছে বলে তার মনে হয় না। এইটা তার শেষ এসাইনমেন্ট আর এটাতেই সে বেছে নিয়েছে বাংলার প্রকৃতি। অদ্ভূত হলেও সত্যি যে জাপানের সেই বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি তাদের এসাইনমেন্টের জন্য রাখা হয়েছে। নোরা কোন সাত পাঁচ না ভেবেই বেছে নিয়েছিল। এত বছর পর নিজের দেশ ঘুরে দেখার সুযোগ পাবে সেই সাথে মনমত ফাটাফাটি একটা এসাইনমেন্ট জমা দিতে পারবে। নোরার জন্য এই কাজটা অনেক জরুরী কারণ সে চায় এই কাজ তার সারা জীবনে করা সেরা কাজের একটি হোক। সে চায় তার এই প্রজেক্টের মাধ্যমে বাংলাকে সে বিশ্বের কাছে অন্যভাবে পরিবেশন করবে। কুয়াকাটা থেকে সমুদ্র, সূর্যাস্ত, সূর্যদয়ের দৃশ্য নিয়েছে, সিলেট থেকে চা বাগান সহ আরো নানান জায়গা তারপর এখন এসেছে চট্টগ্রাম পাহাড় পর্বত তার ক্যামেরার লেন্সে আবদ্ধ করার জন্য। বান্দরবন‌ই তার শেষ পর্যটন জায়গা তারপর ঢাকা ফিরে জাপান চলে যাবে। বান্দরবনে সে দুই দিন থাকবে, তার প্রধান কাজ সবুজ পানির নদীর যেটা সে প্রথম দিন‌ই সেরে ফেলবে। তারপর এখানের অজপারাগাঁ, পাহাড়ের চূড়া, রাতের শহর সব নিবে। পরিকল্পনা অনুযায়ী তার দুই দিনে কাজ শেষ হয়ে যাবে।

স্বপ্নপুরী (Completed)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin