গণঅভ্যুত্থান পরবর্তীকাল

3 1 0
                                    

ক্রিকেটে ম্যাচ জিতলে স্ট্যাম্প নিয়ে যাওয়া জায়েজ 🇧🇩
তাই বলে আবার স্টেডিয়ামই নিয়া যায়েন না 😑

হায়েনারা যেনো আবার মানুষের মুখোশ পরতে না পারে 🇧🇩
আবার কামড় খাবার আগেই লাঠি হাতে রাখুন ☠️

পুনঃস্বাধীন বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হোক 🇧🇩
রাজনীতি সচেতন ছাত্রসমাজ চাইছি, রাজনৈতিক পরিচয় ছাত্রের না হোক।

সোনার তরীতে সোনার ধান তুলে দিয়ে রবীন্দ্রনাথকে এবার লিখতে দিন 🇧🇩

ekhon body shaming hoy na
hudai egulor dorkar ache 🙏
koydin pore khomotay ele to
abar amader e baash dibe re

কৃতজ্ঞ থাকুন, দাসত্ব ঝাড়ুন;
অহংকার ছাড়ুন, সম্প্রীতি রাখুন।

Social phenomena show that "you are not the main character, not even in your own story," and this is an essential realization.

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থা সংখালঘু সম্প্রদায় বলতে পারবেন; বলতে পারবেন আমার ভিন্ন সম্প্রদায়ের প্রতিবেশী ও বন্ধুরা। যদিও কথা ছিলো এবং এখনও আশা আছে যে আমাদের শুধুই এক পরিচয়- আমরা বাংলাদেশী।

আমার পরিচিত শ্রদ্ধেয় বাঙালি কবি পশ্চিমবঙ্গ থেকে আমার কবিতায় মন্তব্য করেছেন, "আজকের নেট জমানায় কিছুই লুকিয়ে রাখা যায় না প্রিয় কবি!! দুনিয়া দেখছে কেমন সাম্যতার অগ্নি জ্বলছে সেখানে। তবে কবি মননে দারুন সুন্দর লিখেছেন প্রিয় কবি। শুভকামনা রইল।"
মর্মাহত আমির উত্তর এই, "সাম্যতার জন্য রাত জেগে পাহারাও হয়তো চোখে পড়েছে কবি!! যারা অপরাধী তাদেরকে শাস্তির ব্যবস্থা করবে বিপ্লবী ছাত্রজনতা সমর্থিত সরকার। আন্দোলন ও সংস্কারে অংশগ্রহণ করেছেন সকল সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। ভরসা রাখুন।"
এখন আমরা জানি আসলে এদেশে কী চলছে, দেশে বিদেশে কতটা প্রোপাগান্ডা চালাচ্ছে বিভিন্ন মহল; কিন্তু আমাদের বিশ্বাসেও আছে বৈরিতা, দাবি আদায়ের ডাক উঠেছে আবার। তাই আমি আর্জি জানাচ্ছি যে, আলোচনায় বসে দাবি মেনে নিন; বিচার চাচ্ছে, ন্যায়বিচার করুন। পুনঃস্বাধীন বাংলাদেশের স্বাধীনতা ও সম্মান রক্ষা করুন।
#AllEyesOnBangladeshiHindus
#HindusAreSafeInBangladesh
#Bangladesh #বাংলাদেশ
#ReformBangladesh 🇧🇩

Wounded war heroes are eligible for an auto-pass. 🇧🇩
Only those who are injured. Loud and Clear. XD

চালাইদেন-এ সয়লাব ইতিহাস জানার চেয়ে সস্তা মোটিভেশনাল বই পড়া ভালো। 🇧🇩

পথে-জ্যামে হাঁটতে-চড়তে শুনতে পেলাম,
"এদের ধরে প্যাকেট করে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া দরকার!"
এমন রপ্তানিই কি আমরা চেয়েছিলাম?

###
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা-২
প্রজ্ঞাপন

তারিখ: ০৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ/২৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ।

এস.আর.ও. নং ৩৬৯-আইন/২০২৪।

যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করিয়া বিগত ১৫ বৎসরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজী, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকান্ডে জড়িত ছিল এবং এতৎসম্পর্কিত প্রামান্য তথ্য দেশের সকল প্রধান গণমাধ্যমে প্রকাশিত হইয়াছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হইয়াছে;

এবং যেহেতু ১৫ জুলাই ২০২৪ তারিখ হইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করিয়া শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করিয়াছে এবং আরো অসংখ্য মানুষের জীবন বিপন্ন করিয়াছে;

এবং যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য-প্রমাণ রহিয়াছে যে, ০৫ আগস্ট ২০২৪ তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে;

সেহেতু সরকার "সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯" এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন "বাংলাদেশ ছাত্রলীগ"-কে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল-২ এ "বাংলাদেশ ছাত্রলীগ" নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসাবে তালিকাভুক্ত করিল।

ইহা অবিলম্বে কার্যকর হইবে।

Source: Cheif Adviser GOB//https://www.facebook.com/share/p/4SpwDtunr3WpoEv6/
###

Articles Written by Rumi MahmudDonde viven las historias. Descúbrelo ahora