নবীন কবি হিসেবে কিংবা নিতান্তই সাধারণ মানুষ হিসেবে ভালোবাসা নিয়ে আমার সহজ স্বীকারোক্তি—
কেউ একজন ছিলো যাকে নিয়ে ভালোবাসা শব্দটাকে রোজ কবিতায় রূপ দেওয়ার ইচ্ছা ছিলো, সুন্দর কোনো গানও হতে পারতো আমাদের নিয়ে।
এরপর আরো কোনো কোনো রমণীর শুধু পাশে থাকতে পারাটাই আমার কাছে ভালোবাসা মনে হতো।
অতঃপর একদিন আবিষ্কার করলাম আমি ভালোবাসার মানে জানি না তাই এ নিয়ে আর কবিতা লেখা আমার মানায় না।
YOU ARE READING
Articles Written by Rumi Mahmud
Spiritual#WritingsOfRumiMahmud #QuotesOfRumiMahmud #ArticlesWrittenByRumiMahmud #EditedByRumiMahmud