#ReformBangladesh

4 1 0
                                    

ক্ষমতা হলো বৃক্ষের ন্যায়, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার যেনো বিষবৃক্ষ। এখানে নাগরিকদের অর্থ-মেধা-শ্রম সবগুলোই শিকড়ের ন্যায় ছড়ানো শাসন ব্যবস্থা দ্বারা শুষে নিয়ে বিষবৃক্ষ পরিপুষ্ট হয়, পুষ্টি উপাদানগুলো গাছের কাণ্ডের ন্যায় সরকার তার ব্যক্তিগত স্বার্থে দেশের উন্নয়নের নামে বানোয়াট গল্পের ডালপালা ছড়িয়ে শাখা-প্রশাখার ন্যায় স্বজনপ্রীতির পেছনে ব্যয় করে; পুঁজিবাদী বিত্তবানেরা যার ফুলগলো উপভোগ করে আর ভিনদেশী পাখি তাদেরকে মনরোম পরিবেশে সঙ্গ দিতে উড়ে এসে ডালে বসে। এবং অবশ্যই ক্ষমতাসীন রাজনৈতিক বিষবৃক্ষের পরিচর্যা ও বৃক্ষের পরিপক্ব ফল ভোগ করার জন্য থাকে প্রতিবেশী ক্ষমতাধর রাষ্ট্রগুলো।

বিষবৃক্ষের ক্ষতিসাধন থেকে রক্ষা পেতে অন্যায় প্রতিরোধে দুর্নীতি দমনের ন্যায় ডালপালা ছাঁটাই প্রয়োজন; আবার কখনো কেটে ফেলতে হয় কান্ডটাই, এই আশায় যে হয়তো আমার সোনার বাংলাদেশ নামক সুস্থ-সক্ষম রাষ্ট্র বৃক্ষের নবোদ্গমন ঘটবে।

#ReformBangladesh

#ReformBangladesh

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
Articles Written by Rumi MahmudWhere stories live. Discover now