ভূমিকা :
বর্তমান যুগ হতে হবে বৃহৎ ও মহৎ উদ্দেশ্যর যুগ। এই যুগে জাতিগত ক্ষুদ্র ক্ষুদ্র ভেদাভেদ ভুলে বৃহত্তর মানবজাতির ভালো করতে হবে, এখন সময় জীবজগতের জন্য মহৎ কাজ করার; তবেই এই পৃথিবীকে আমরা বাসযোগ্য রাখতে পারবো। মানবতা থাকলে মানবজাতি থাকবে, প্রকৃতি বাঁচলে মানবজাতি বাঁচবে। জয়তু মানবতা, জয়তু প্রকৃতি॥গ্রুপে আলোচ্য বিষয় :
মানবতা ও প্রকৃতিপ্রেম।আমাদের স্লোগান :
মানবতা থাকলে মানবজাতি থাকবে, প্রকৃতি বাঁচলে মানবজাতি বাঁচবে। জয়তু মানবতা, জয়তু প্রকৃতি॥গ্রুপে পোস্টের নিয়ম :
মানবতা ও প্রকৃতিপ্রেম বিষয়ক যেকোনো কিছু; হোক সেটা সরাসরি পোস্ট কিংবা শেয়ারকৃত লিঙ্ক।গ্রুপে ব্যবহৃত হ্যাশট্যাগ :
সকল পোস্টে ‘#জয়তু_মানবতা_জয়তু_প্রকৃতি’ ব্যবহার করবেন এবং প্রয়োজনীয় অন্যান্য হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে।আমাদের এই গ্রুপের প্রয়োজনীয়তা কেমন? সদস্যদের কাজটাই বা কী? আর গ্রুপের নামটা এমন অদ্ভুত কেনো? আমাদের ভবিষ্যত পরিকল্পনা কী?
সোজা কথায় এই গ্রুপের উদ্দেশ্য ভালো ভালো বিষয় প্রমোট(প্রচার) করা। আমাদের প্রধান কাজই হচ্ছে ভালো বিষয় নিয়ে আলোচনা করা। এর মধ্যে নির্দিষ্ট দুইটি বিষয় এই গ্রুপে আলোচ্য : মানবতা ও প্রকৃতিপ্রেম। এই দুইটি বিষয় কেনো? কারণ, বর্তমান মানবজাতির ভবিষ্যতে টিকে থাকার জন্য এই দুইটি বিষয় অতি গুরুত্বপূর্ণ; তাই এই দুইটি বিষয় নিয়ে বিশেষায়িত সংঘ গঠিত হয়েছে।
এর জন্য অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে (আপাতত ফেসবুকে) গ্রুপ খোলার কী দরকার? আপনি ভালো কিছু যেমন আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন, তেমনি আপনি চাইলে আরো বৃহৎ জনগোষ্ঠীর সাথে ভাগ করে নিতে পারেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সবসময়ই সুন্দর এবং বৃহৎ হয়, এক্ষেত্রেও ব্যতিক্রম নয়; তবে অল্প কথায় বলতে গেলে আমাদের এই সংঘকে অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা যেটা সবাইকে নিয়ে পরিচালিত হবে।
আর গ্রুপের এমন অদ্ভুত নাম নিয়ে কৌতূহল? ঐযে বললাম সবাইকে নিয়ে পরিচালনা করা হবে, তাই এই গ্রুপের কোনো নাম নেই; আছে একটি স্লোগান, একটি মতবাদ।
এই সংঘ আমাদের সবার তাই যেকোনো যৌক্তিক আলোচনা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে, নির্দ্বিধায় আপনার পরামর্শ জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের লেখা এখানে শেষ করছি। #জয়তু_মানবতা_জয়তু_প্রকৃতি।*** [গ্রুপের লিঙ্ক : https://m.facebook.com/groups/134905661955189/?ref=share&mibextid=NSMWBT] ***
*** [গুরুত্বপূর্ণ ঘোষণা :
https://m.facebook.com/groups/134905661955189/permalink/134949748617447/] ***
ESTÁS LEYENDO
Articles Written by Rumi Mahmud
Espiritual#WritingsOfRumiMahmud #QuotesOfRumiMahmud #ArticlesWrittenByRumiMahmud #EditedByRumiMahmud