মানুষ গ্রহণযোগ্যতা না পেলে ব্যথিত হয়, এটা খুবই সাধারণ আর স্বাভাবিক ব্যাপার। যেমন, আপনার পরিবার আপনাকে সম্মান করে না, আপনি কর্মজীবনে সফল হতে পারছেন না, আপনি যার কাছে ভালোবাসা চাইছেন সে আপনাকে ভালোবাসলো না; ইত্যাদি আপনাকে বুঝিয়ে দেয় যে মানব সমাজে আপনি গ্রহণযোগ্য নন। আর এই বিশ্বাস আপনাকে নিজের কাছে নিজের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়।
নিজের কাছে নিজেরই গ্রহণযোগ্যতা কমে গেলে জীবনের অনিশ্চয়তা তৈরি হয়; এখন বেঁচে থাকার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে অথবা নিজের অবস্থান মেনে নিতে হবে। আমরা কেউই হারতে রাজি নই, তাই আমরা নিজেকে পরিবর্তনের চেষ্টা করি। কিন্তু একজন মানুষ নিজেকে নিজেই পরিবর্তন করতে পারে না, পরিবর্তন করতে হলে কোনো পদক্ষেপের মধ্য দিয়ে যেতে হবে; এটা বুঝতে অনেক সময় আমাদের দেরী হয়ে যায়। আর অন্য সমাধান হলো নিজেকে মেনে নেয়া; এটাকে অনেকে হার মেনে নেয়া বলে মনে করেন, কিন্তু জীবনে হেরে যাওয়া বলতে কিছু নেই।
জীবনে কখনো কারো হার হয় না। কারণ জীব অন্য জীবের সাথে প্রতিযোগিতা করলেও, জীবন কখনও জীবনের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়নি। প্রাণের ধর্ম হলো প্রাণের সৃষ্টি করা, প্রাণের বিকাশ সাধন করা; মৃত্যু সর্বগ্রাসী বলে প্রাণ কখনোই প্রাণের বিনাশ চায় না। তাই জীবনের বৈশিষ্ট্য হচ্ছে সহায়তা, সহাবস্থান কিংবা এড়িয়ে যাওয়া, পরিত্যাগ করা। জীবের দুর্দশা হ্রাস করতে চাই প্রাণের সন্ধান, জীবনের বিকাশ। এই কারণেই আমরা নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তুলি, যেনো নিজেই নিজেকে খুঁজে ফিরি।
মাঝ রাতে মাথায় ঘুরতে থাকা এই বিষয়ের নাম দিলাম ব্যক্তিগত গ্রহণযোগ্যতা; তোমাদের ভিড়ে হারিয়ে যায় আমার আমি।
ESTÁS LEYENDO
Articles Written by Rumi Mahmud
Espiritual#WritingsOfRumiMahmud #QuotesOfRumiMahmud #ArticlesWrittenByRumiMahmud #EditedByRumiMahmud