MY MAFIA BOSS(part:1)

262 3 0
                                    


রুহী!!!রুহী!!! একাধারে ডেকেই চলছেন মিস জেনিফার।কোনো সাড়া শব্দ নেই রুহীর।মরে গেল নাকি এ মেয়ে?সামনের দরজাটা শব্দ করে খুললেন জেনিফার জোরে রুহীর নাম ধরে ডাকলেন রুহী!!!!
ঘুমিয়ে আছে রুহী।খুব ক্লান্ত আজ।বাথরুম ধোয়ার কাজটা আজ ওকেই করতে হয়েছে।মাকে নিয়ে স্বপ্ন দেখছিলো রুহী।জন্মের পরপরই মা মারা গিয়েছিলেন।বাবা আরেকটা বিয়ে করে চলে গেছেন।মামা মামীর কাছেই বড় হয়েছে রুহী।মামী একেবারেই সহ্য করতে পারেননা ওকে।মামা আদর করলে ও মামীর সামনে প্রকাশ করতে পারতেননা।লুকিয়ে লুকিয়ে কাঁদতো রুহী।একদিন মামীর কথায় অতিষ্ঠ হয়ে এই এতিমখানায় মামা দিয়ে গেছেন ওকে।ঐদিন মামার পা ধরে খুব কেঁদেছিলো রুহী।মামা নিজেই নিরুপায় ছিলেন। তাই বাধ্য হয়ে রেখে যান রুহীকে এতিম খানায়।প্রায় দেখতে আসতেন সেটাও মামীর সহ্য হতোনা।তাই কমিয়ে দিয়েছেন আসা।জেনিফার এবার রুহীকে ধাক্কা দিলো কি মহারানী এতো করে ডাকছি উঠার নাম নেই এখনো।

চোখ খুলল রুহী।খয়েরী বর্ন চোখ গুলো দিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে আছে মিস জেনিফারের দিকে।চোখ দুটি জ্বলজ্বল করছে যেন এখুনি পানির বন্যা বের হবে।উঠে বসলো রুহী,কিছু কি হয়েছে?আস্তে করে জিজ্ঞেস করলো মিস জেনিফারকে।তোর মামা এসেছে বলে দম নিলেন জেনিফার।রুহীর চোখে মুখে হাসির ঝলক ফুঁটে উঠলো সত্যি???হ্যা, প্যাকিং কর তোকে নিয়ে যাবে।যাওয়ার কথা শুনে হাসি চলে গিয়ে একরাশ আতংক ভর করলো রুহীর মিষ্টি চেহারায়।কি হলো যা প্যাকিং কর অনেকক্ষন ধরে অপেক্ষা করে আছেন তোর জন্য বিরক্তি বলল জেনিফার।যাবোনা আমি ভয়ার্ত কন্ঠে বলল রুহী।সেটা তোর মামাকে গিয়ে বলনা।আমাকে শুনাচ্ছিস কেন বলেই ভেংচি কাঁটলেন জেনিফার।রুহী এবার কিছু না বলেই উঠে পড়লো।কই মামা?আমার কেবিনে অপেক্ষা করছেন যা দেখা করে আয়।হুম মাথা নিচু করে বেরিয় গেল রুহী গন্তব্য মিস জেনিফারের কেবিন।কেবিনে এসে মামা কে দেখে ভীষন অভিমান হয় রুহীর।গলা ধরে আসতে চায়।প্রায় ৬মাস পর দেখতে আসছেন মামা।দরজার কাছে দাড়িয়ে অশ্রুসংবরন করার চেষ্টা করছে রুহী।

আফজাল হোসেন বলে উঠলেন কিরে মা কথা বলবিনা?অভিমান করেছিস মামার সাথে?অভিমান করারই তো কথা কতদিন পর এলাম।ভালো আছিস তুই?চোখের পানি থামাতে পারলো না রুহী কেঁদেই দিলো ।কথা নাই আপনার সাথে।আফজাল হোসেন উঠে রুহীকে বুকে জড়িয়ে নিলেন।কাঁদিসনা মা মা এলাম তো।আর দেরি হবেনা।এবার দেরী হয়েছে কেন জানিস?মামার থেকে সরে এলো রুহী কেন?অবন্তীর বিয়ে ঠিক হয়েছে।আপির বিয়ে ঠিক হয়েছে রুহী বড় বড় চোখ করে ফেলল।হ্যারে ঠিক হয়েছে তাইতো আজ নিতে এলাম তোকে।ব্যাগ গুছাসনি?যা মা জলদি গুছিয়ে নেয়।মামাকে না করতে পারলোনা রুহী রুমের দিকে এগোলো।

The Mafia BossWhere stories live. Discover now