MY MAFIA BOSS (part:51)

73 1 0
                                    


দরজা খুলে বেরিয়ে আসে রুহী।গেটের কাছে আসতেই চোখ কপালে তুলে রুহী।লাল মরিচ বরটা খয়েরী শার্ট গায়ে কালো একটা বাইকে বসে হর্ন বাজাচ্ছে।তবে মুখে সবসময় কার মতো সাড়ু ওয়ালা লুক।রুহীর গেটের ভিতর একটু ঢুকে শাড়ী আর চুল ঠিক করে নিলো।গেট থেকে বেরিয়ে রোয়েনের কাছে এসে দাঁড়ালো। রোয়েন ইশারা করে পিছে বসতে বলল রুহীকে।রুহী পিছনে এক সাইড হয়ে বসলো।এক হাত রোয়েনের কাঁধে রাখলো।ভালো মতো ধরো নাহলে পড়ে যাবে।দাঁতে দাঁত চেপে বলল রোয়েন।

রুহী বুঝতে পারছেনা কিভাবে ধরার কথা বলছে রোয়েন।কারন এ প্রথম বাইকে উঠেছে ও।রুহীর হাত দুটো ধরে নিজের কোমড়ে রাখলো রোয়েন।শক্ত করে এভাবে ধরো।গম্ভীর গলায় বলল রোয়েন।রুহী মাথা নিচু করে মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরলো রোয়েনকে।রোয়েন বাইকে স্টার্ট দিতেই চলতে লাগলো।রুহীর চুল গুলো পিছনে উড়াউড়ি করছে।রোয়েন লুকিং গ্লাসে ওর মায়াবতী কে দেখছে।এমন টা জানলে আরো আগে কিনতো।কি খুশি লাগছে বৌটাকে।ভাবতে থাকে রোয়েন।বেশ কিছুক্ষন বাইকে ঘুরা ঘুরি করে ঘরে ফিরে আসার সময় ডিনার করে নিলো বাহিরে।ঘরে ফিরে এলো রোয়েন রুহীকে নিয়ে।

ঘরে ঢুকে রুহীর হাত ধরে সিড়ির দিকে পা বাড়ালো রোয়েন।রুহী পাশের রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে নিলো।আনিলা বেগম শোয়া থেকে উঠে বসলেন।কিরে কই গেছিলি?চুল আঁচড়াতে আঁচড়াতে রুহী বলল বাহিরে গেছিলাম।আপনি খেয়েছেন কিছু? আনিলা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করলো রুহী।

হ্যারে মা খাইছি।
ওহ রুহী চুলে খোপা করে বেরিয়ে এলো রুম থেকে।ভীষন গরম লাগছিলো ঘাড়ে তাই খোপা করা।

ডায়েরী পড়ছে রোয়েন।
মাথা ঘুরাচ্ছে কিন্তু মামী জোর করছেন তাই ঘর মুছে দিচ্ছি।হাত টা ও ভীষন জ্বলছে।পুড়ে গেছিলো তাই।হঠাৎ চকচকে এক জোড়া জুতো ঘর মুছার কাপড়টি আটকে ধরলো।মাথা তুলে দেখি আমার প্রিন্স চার্মিং।রাগী চোখে তাকিয়ে ছিলো আমার দিকে। পরে ওনি যা করলেন হি হি হি ভেবেই হাসি পাচ্ছে।মামী চা খাচ্ছিলেন।ওনি চায়ের কাপটা উপুড় করে মামীর মুখে ঢেলে দিলেন।আজ আমায় ওনার সাথে নিয়ে যাবেন।নিজেই সব প্যাক করলেন।
রোয়েন যেন সেদিনে ফিরে যাচ্ছে।পৃষ্ঠা উল্টালো আবার।
চুম্বন জিনিসটা কি আজ বুঝলাম।এতোটা মধুর হয় জানতামনা।গাড়িতে বসে আমাকে প্রথম চুমো খেয়েছে আমার প্রিন্স চার্মিং।ব্যাপারটা আনএক্সপেক্টেড হলে ও খুব কিউট ছিলো।
মামাকে সেবার বলেছিলাম কক্সবাজারে যাবো কিন্তু নিয়ে যাননি।কারন অনাথ আশ্রমে ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছিলো।যাই হোক মানুষের সব আশা পূরন হয়না।তবে অনেক কিছুই পেয়েছি জীবনে সেটা ওনি আমার জীবনে আসার পরে।

The Mafia BossWhere stories live. Discover now