তোমার গল্পটি খুঁজে পেতে পাঠকদের সাহায্য করতে তুমি কি করতে পারো? আমি এসব জিনিস করেছি এবং আমি জানি যে এগুলো তোমার জন্যও কাজ করবে।
এক নম্বর: তোমার সবচেয়ে সেরা লেখাটি লেখো ও প্রকাশ করো!
আমি এটি আগেও বলেছি কিন্তু এটা তোমার কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা তোমাকে করতে হবে। তোমার সাধ্যমত সেরাটি লেখো এবং উন্নতি করার চেষ্টা থেকে কখনও বিরত থেকো না। তোমার গল্পটি যত ইচ্ছা তুমি ছড়িয়ে দিতে পারো, কিন্তু এটি যদি তোমার যোগ্যতা অনুসারে সেরা না হয় তবে তাতে কোনো লাভ হবে না।
যদি মনে হয় যে তোমার বাড়তি সহযোগিতা দরকার, এমন ওয়াটপ্যাডেররা রয়েছে যারা এডিটর, এমনকি সমালোচক হিসেবেও সেবা প্রদান করে থাকে।
ওয়াটপ্যাডে এমন অনেক বই রয়েছে যেগুলো লেখার প্রাথমিক বিষয়গুলো, যেমন- ব্যাকরণ, বাক্য গঠন, এডিটিং, কল্পকাহিনী কি করে লিখতে হয় এসবকে ঘিরে লেখা, ডিসকভার শাখায় গিয়ে তোমার প্রয়োজনমতো সাহায্য তুমি খুঁজে বের করতে পারো। ট্যাগ খুঁজতে হলে যেকোনো শব্দের পূর্বে '#' ব্যবহার করতে পারো। যোগ করা প্রত্যেকটি ট্যাগ তোমার সামনে তুলে ধরা বিকল্পগুলো কমিয়ে আনতে থাকবে। 'Read These for Wattpad Success' নামক আমার একটি রিডিং লিস্ট রয়েছে যেখানে এমন কিছু বই আছে।
যখন তোমার লেখার দক্ষতা বাড়বে, তুমি খেয়াল করে দেখতে পারো যে তোমার বিগত অধ্যায়গুলো খুব একটা ভালো দেখাচ্ছে না। তুমি দেখতে পাবে কোথায় আরো ভালো শব্দ ব্যবহার করা যেত, খেয়াল করবে কোথায় ব্যাকরণ ও বানানগত ত্রুটি রয়েছে, হয়তো বা কিছুর ঘাটতি রয়েছে। পেছনে ফিরে গিয়ে সেসব অধ্যায় এডিট করতে সংকোচ করোনা। আমি আমার অধ্যায়গুলো অনেকবার রিভিউ ও এডিট করেছি। মনে রাখবে, যখন কেউ তোমার গল্পটি খুঁজে পায়, তুমি চাও এটি যেন শ্রেষ্ঠ অবস্থায় থাকে।
দুই- প্রচারণা চালাও!
তোমার গল্পটি প্রচার করার একটি উপায় তোমার গল্পে কিংবা অধ্যায়গুলোতে থাকা শেয়ার বাটনগুলো। এগুলো তোমার লেখাটিকে টুইটার, ফেইসবুক, ই-মেইল ইত্যাদি দ্বারা ছড়িয়ে দিতে সাহায্য করে। তোমার গল্পটির প্রচারণা চালাতে সহযোগিতা করার এসব সুযোগ রয়েছে এবং তোমার অবশ্যই উচিত এগুলো ব্যবহার করা।
KAMU SEDANG MEMBACA
যেভাবে রিড, ভোট এবং মন্তব্য পাওয়া যেতে পারে- একটি গাইড
Acak(This is the Bengali version of 'How To Get Reads, Votes and Comments - A Guide' by Katherine A. Ganzel. The summary has been shortened due to character support issues.) কিভাবে আমি বেশি রিড, ভোট এবং মন্তব্য পেতে পারি? তুমি যদি নিজেকে এই প্রশ্নটি কর...