অর্নিশা- অন্বেসা একদম না😒
অন্বেসা-কী না হ্যাঁ?
অর্নিশা-একদম ওটা ধরবি না ,, ওটা আমার 😒
অন্বেসা-না আমি খাবোই ,, কিটক্যাট আমার অনেক পছন্দ😍
অর্নিশা-তুই না খেলি😦তোরটা !!! এখন আমারটা নিয়ে টানাটানি করিস কেন😣
অন্বেসা-কারণ আমার প্রিয় অনেক এটা তাই😁
তুই না আমার কলিজার বোন 🥺🥺🥺 দিয়ে দে না🥺অর্নিশা-যাহ্,, দিলাম । তুই খা😊
এত সুন্দর করে রিকুয়েস্ট করলি না দিয়ে থাকতে পারি😊হঠাৎ একটা বিকট শব্দে ঘুম ভাঙ্গে অর্নিশা-র ।
আর সেই শব্দটা হলো এলার্ম এর🕢🕢🕢হ্যাঁ,, এতক্ষণ স্বপ্ন দেখছিলো সে ।
এরকম স্বপ্ন প্রায়শ ই দেখে অর্নিশা ।
কেন বার বার এরকম স্বপ্ন দেখে ? একটা মেয়েকে দেখতে পায় তবু চেহারাটা তার ঝাপসা🤔।
স্বপ্নে তার সাথে খেলে , কথা বলে অনেককিছু করে ।
আর তাকে বোন বোন ডাকে🥰অর্নিশার মনটা আবার খারাপ হয়ে গেলো😔
কেন যে স্বপ্নটা সত্যি হয় না । আজ যদি তার সত্যিই একটা বোন থাকতো😔
তবে অর্নিশা নিজেকে এটার সাথে মানিয়ে নিয়েছে তাই আর মন খারাপ হয়নি।#সব_স্বপ্ন_সত্যি_হয়না
তাই অর্নিশার এখন আর এতটা মন খারাপ হয় না ।
হোক না স্বপ্ন ,, স্বপ্নেই থাকুক না তার বোন🥰
মিথ্যে শান্ত্বনায় যদি খুশি থাকা যায় তাহলে ক্ষতি কী?কী নাম যেন তার🤔🤔 কী নামে যেন ডাকছিলো তাকে,,,
অন্বেসা !! হ্যাঁ, হ্যাঁ ,, অন্বেসা🥰
নামটা মৃদুস্বরে উচ্চারণ করল অর্নিশা ।আর তার হাতের আংটির পাথর টাও💎💍 জ্বলে উঠল ,,
পুরো ঘর জুরে একটা শান্তির প্রবাহ বয়ে গেলো ।এতক্ষণে ঘরির দিকে নজর গেলো অর্নিশার🕗🕗🕗
ওমা,,, এতটা দেরী হয়ে গেছে😲😲আর আমি এখনো বসে আছি? হায়রে ভুলো মন আমার🤦🏻♀️
এবার আবার লেট হবে কলেজ যেতে 😥😥হুড়মুড় করে বেড থেকে উঠে রেডি হলো অর্নিশা ।
ঠিকমতো নাশতাও করতে পারলোনা বেচারী😥মা-আরে আস্তে বেরো,,, নাশতাটাতো করে যা🙋🏼♀️
অর্নিশা-না মা সময় নেই আমার ,,,
কেন্টিনে খেয়ে নিবো
YOU ARE READING
"অদৃশ্য আত্মা"
Paranormalআপনারা যারা ভয়ংকর ভূতের গল্প কিংবা রহস্যের গল্প পড়তে পছন্দ করেন তারা গল্পটি পড়ে দেখতে পারেন। সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন কিছু লিখার চেষ্টা করেছি আমি।