অর্নিশার ঘরে একটি চিরকুট ফেলে যায় অদৃশ্য।
অর্নিশা ঘুম থেকে উঠে চিরকুটটা হাতে নেয় ।
এবং পড়তে থাকে।
তাতে লেখা ছিলো,,অরু,
খুব শীঘ্রই সব অতীতের রহস্য জানবে তুমি।
তবে সামনে অনেক সারপ্রাইজের সম্মুখীন হবে তুমি। তবে সেটা তোমার জন্য কল্যাণকরও হতে পারে আবার অকল্যাণকরও !!অর্নিশা লেখার মাথামুন্ডু কিছুই বুঝলো না।
সারপ্রাইজ আবার এমন হয় কীভাবে ? সারপ্রাইজ তো ভালোই হয়😕আর অতীতের রহস্য? কী রহস্য? কী এমন আছে যা আমি জানিনা😕
আচ্ছা মা কী জানে এই রহস্য? মাকে জিজ্ঞাসা করবো একবার?আর একি রকম আমার হাতের আংটিটার মতো আংটি ঐ অদৃশ্যেই হাতেই বা এলো কী করে?
কিছু বুঝতে পারছিনা!!!
সব গুলিয়ে যাচ্ছে😣
যাই একবার মাকে গিয়ে কিছু জিজ্ঞেস করে আসি🙂মা,,,,,মা!!
-কী হয়েছে বল?
-মা আমার কিছু জানার আছে?
-কী জানবি?
- আচ্ছা অতীতে এমন কি কিছু ঘটেছিলো যা আমি জানিনা?
-কী ঘটবে😕
-তুমি কী কিছু জানো মা যা আমি জানিনা?
-কী আবোল-তাবোল বকছিস তুই?
-মা প্লিজ বলো,,,আমার জানাটা দরকার!!
আচ্ছা আমার হাতের আংটিটার মতো কী আরেকটা একি রকম দেখতে আংটি তোমরা বানিয়েছিলে?মা কে দেখে মনে হচ্ছে একটু ঘাবড়ে গেছে!!
-মা বলো না আমাকে সবকিছু!!
-শোন তবে ,,,
তোর বাবা তোর জন্মের পর নয় আগেই মারা গিয়েছিলো ,,তখন তুই আমার পেটে,,
-কী!!
-আর আমার গর্ভে শুধু তুই ছিলি না !! আরো একজন ছিলো🙂তোর জমজ বোন🙂এত বড় সত্যিটা জানার পর অর্নিশার মাথায় যেনো বাজ পড়ল,,
-কী🥺আমাআর বোন🥺
-হ্যাঁ😔
-কিন্তু আমার সেই বোন কোথায় মা🥺🥺
-অনেক দূরে,, হয়তোবা তোর বাবার কাছে🙂
-মা পুরোটা খোলে বলো আমায় প্লিজ😣
-শোন ,তোর বাবা তোর জন্মের কিছুদিন আগে থেকেই কেমন টেনসড থাকতো!!
-কেন? কিছু বলেছিলো তোমায়?
-না,কিছু বলতো না, শুধু আমাকে টেনসন করতে মানা করত,,,
আর,,,
-আর কী মা?
-যেদিন এক্সিডেন্ট হয় সেদিন সকালে বলে যায় সাবধান থাকতে !!
আর একটা বাক্স দিয়ে যায় বলে সন্ধ্যায় খুলতে!!
-খুলেছিলে?
-হুম,,
-কি ছিল ওটাতে?
-একটা চিরকুট যেখানে লেখা ছিল সম্ভাব্য বিপদের কথা,,
যা দেখে আমাকে বাধ্য হতে হয় তোকে নিয়ে পালিয়ে আসতে,,
-কী লিখা ছিলো?
-লেখা ছিলো আমাদের অনেক বিপদ ,,
আমাকে তোকে নিয়ে বাড়ির সিক্রেট ঘরে লুকিয়ে থাকতে বলে যদি তার কিছু হয়ে যায় কিছুদিন থাকতে বলে। আর তখনি শুনি তার এক্সিডেন্ট হয়েছে।
আর সিক্রেট ঘরে যাবার পর সেখানে আরো একটা চিঠি পাই ,যদি আমি এখানে এসে থাকি তাহলে যেন এই চিঠি পা পড়ি,,
-কি ছিলো ঐ চিঠিতে?
-লিখা ছিলো খুব শীঘ্রই যেন এই বাড়ি থেকে পলায়ন করি আমি।
তবে পালানোর সময় আমাকে একটা গাড়ি ধাক্কা দেয় আর,,,
-আর কী মা?🥺🥺
-আমি তোর বোনকে হারিয়ে ফেলি🙂
-মা😭😭😭
-আর দুটো আংটির মধ্যে একটা আংটিও হারিয়ে যায়,,
কিন্তু আমার কী মনে হয় জানিস?
-কী?🤔🤔টিং টং ,,
তখনি কলিং বেল বেজে উঠে ।
অর্নিশা দরজা খোলে ,,
আর যা দেখে তাতে অবাক হয়ে যায় অনেক।
চলবে,
©️Written by Ashlar Anu
YOU ARE READING
"অদৃশ্য আত্মা"
Paranormalআপনারা যারা ভয়ংকর ভূতের গল্প কিংবা রহস্যের গল্প পড়তে পছন্দ করেন তারা গল্পটি পড়ে দেখতে পারেন। সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন কিছু লিখার চেষ্টা করেছি আমি।