পরদিন অর্নিশা তর্ণার সাথে কলেজে যায় ।
এখনো অর্নিশির খানিকটা মন খারাপ ,, তবে অর্নিশা ভাগ্যের কাছে সব ছেড়ে দিয়েছে।তবে কলেজে আজ যা ঘটলো অর্নিশা তাতে পুরো অবাক হয়ে গেলো😲😲
কারণ যে স্যার কালকে তাকে বকা দিয়েছিলো সেই স্যার ই আজ অর্নিশাকে সরি বলছে😲
স্যার: সরি অর্নিশা । আগে বলবে তো যে তুমি এসাইনমেন্ট টা জমা দিয়েছ,,
আসলে ঐ সময় তোমার এসাইনমেন্ট পাইনি ঠিক ই তবে পরে রাতে চেক দেবার সময় দেখি যে তোমার এসাইনমেন্ট ওখানেই আছে😔😔
এক্সট্রিমলি সরি,,অর্নিশা: ইটস ওকে স্যার😅😅(কিছুই তো মাথায় ঢুকছে না 🥴🥴আমি তো এসাইনমেন্ট জমাই দেইনি তাহলে এলো কোথাথেকে🤔)
স্যার: আর সবথেকে সুন্দর হয়েছে অর্নিশার এসাইনমেন্ট,, Congratulations অর্নিশা😊
অর্নিশা:😅😅 Thanks 😅😅
(আরে বাবা মাথায় তো কিছু ঢুকছে না😫থাক বাবা যা হচ্ছে হোক আমি চুপচাপ দেখি,, ইদানিং আমার সাথে যা যা ঘটছে এটা অস্বাভাবিক কিছুনা 😥😥)কলেজ থেকে যাবার সময় রিয়া এলো অর্নিশার কাছে ,,
অর্নিশার কাছে সরি বলে ক্ষমা চেয়ে নিলো,,আর ওর সাথে খারাপ ব্যবহার করবে না এটাও বলল,,
আর এতদিন যা যা করেছে তার জন্য যাতে অর্নিশা তাকে ক্ষমা করে দেয়,,
এতকিছুর মাঝে অর্নিশা রিয়ার কপালে ওয়ানটাইম ব্যান্ডেজ আর জালে হালকা চড়ের দাগটা ঠিকি লক্ষ্য করলো,
আর এসব কিছু বেচারী অর্নিশার মাথার উপর দিয়ে যাচ্ছে,,
তর্ণা: কীরে অর্নিশা,, কিছু বুঝছিস??
অর্নিশা: না তবে বুঝার চেষ্টা করছি..
তর্ণা: আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে ,,
অর্নিশা: আমারো🤯🤯
তর্ণা: থাক বাদ দে,,
যা হচ্ছে হতে দে ,, ভালোই তো হচ্ছে বল,,,অর্নিশা: হুম😊😊
তর্ণা: এসব নিয়ে মাথা ঘামিয়ে কাজ নেই,,
অর্নিশা: চল অফিসে যাই,,
(অফিসে যে আরো চমক আছে সেটা কী অর্নিশা জানে??)
অফিসে যাবার পর অর্নিশা তার ডেক্সে বসে কাজ করতে লাগলো,,
কারণ কালকের আর আজকের মিলে অনেক কাজ জমেছে সেগুলোই মনোযোগ দিয়ে করছে ।আর তখনি একজন এসে অর্নিশাকে বলে যে তাকে অফিসে তার বসের পি. এ সিলেক্ট করা হয়েছে,,
😯😯অর্নিশা: আজকের দিনটা এত ভালো কীভাবে হলো,,
=============================
অর্নিশা বাড়ি ফিরেই তার মাকে জড়িয়ে ধরল,,মা: কীরে কাল মুখ গোমড়া করে ছিলি,,
আর আজ এত খুশি যে?😊😊অর্নিশা: মা জানো আমার এসাইনমেন্ট নাকি সবচেয়ে সুন্দর হয়েছে😁😁
আর জানো আরেকটা কথা,,মা: কী?
অর্নিশা: অফিসে না আমার প্রোমোশন হয়েছে😁😁
আমি এখন পি.এ .মা: দোয়া করি আরো বড় হো,,🤧
অর্নিশা: সব ই তোমার দোয়া মা😊😊
আমার জন্য সবসময় দোয়া করো,,,অর্নিশা তার ঘরে গেলো ,,,
গিয়ে ফ্রেশ হলো,,এবার অর্নিশার বিশ্বাস হলো যে সে হ্যালুসিনেশন করছে না,,, এগুলো বাস্তবেই ঘটছে,,
অর্নিশা বললো,,
অদৃশ্য তুমি যেই হোও না কেন ,, আমাকে প্রতি পদে পদে বিপদে সাহায্য করছো অনেক ধন্যবাদ তোমাকে,,
(হাতের আংটি টাকে লক্ষ্য করে বললো)অর্নিশা পরের দিনের সকালের আশায় নিদ্রা গেল । (আই মিন ঘুমিয়ে পড়লো)
আর রাতে আবারো ধোঁয়ার মতো কেউ এসে অর্নিশার ঘরে প্রবেশ করলো,,,
অর্নিশাকে একটু দেখে নিলো এক পলক ।
☆☆আরো অনেক সারপ্রাইজ এর সম্মুখীন হতে হবে তোকে অর্নিশা,,,
#অদৃশ্য_আত্মা চলে গেলো,,,
চলবে,,,
©️ Written by Ashlar Anu
YOU ARE READING
"অদৃশ্য আত্মা"
Paranormalআপনারা যারা ভয়ংকর ভূতের গল্প কিংবা রহস্যের গল্প পড়তে পছন্দ করেন তারা গল্পটি পড়ে দেখতে পারেন। সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন কিছু লিখার চেষ্টা করেছি আমি।