ধড়ফড় করে ঘুম থেকে উঠল অর্নিসা ।উঠে হাঁপাতে লাগল।
অর্নিসার মনে হলো কেউ এ ঘরে ছিলো🤔।আর অর্নিসার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল ।
অর্নিসার শীত লাগছিল তাই কেউ এসে তার গায়ে কাঁথা দিয়ে গেলো🤔🤔কিন্তু কে সে🤔।মা তো হবে না কারণ আমি দরজা বন্ধ করে এসেছি🤔🤔
অর্নিসার ইদানিং মনে হয় তার আশে পাশে সবসময় কেউ থাকে,, তবে সে যেই হোক অর্নিসার খুব আপন,,
যেন জন্ম থেকেই চেনা,,
#কাছের_কেউনানারকম চিন্তা করতে করতে অর্নিসার চোখ যায় হাতের আংটিটার দিকে💍💍
আরেএএএহহহহ😲😲 এটা জ্বলছে কীভাবে !!!
এখনো কী আমি হ্যালুসিনেশন করছি🤔🤔আহ্!! (নিজেকে চিমটি কাটে অর্নিসা)
না,, ব্যথা পেয়েছি মানে এটা সত্য😁😁😰😰কিন্তু এ আংটি জ্বললো কীভাবে?
কিছুই বুঝতেছিনা সব গুলিয়ে যাচ্ছে,,,
ঐদিন রাতে কী সত্যিই ওগুলো ঘটেছিলো আমার সাথে🤔🤔
ধ্যাত!!😫সব গুলিয়ে যাচ্ছে !!আমি বাস্তবে আছি নাকি কল্পনাতে!!কে তুমি!!
আংটির পাথরটিকে লক্ষ্য করে প্রশ্ন ছোড়ে অর্নিসা।বাট কোনো জবাব আসলোনা । পুরো ঘর জুড়ে হাওয়া দোল দিয়ে গেলো।
অর্নিসা হতাশ হয়ে গেলো😔😔
তখনি হাওয়ার মতো কিছু একটা অর্নিশার ঘর থেকে বেরোলো ।একটা কাগজের চিরকুট ফেলে রেখে আর অর্নিশার হাতের আংটিটার আলো ও নিভে গেলো ,,অর্নিশা দেখল ওখানে একটা চিরকুট পড়ে আছে,,
সে চিরকুটটা হাতে নিলো আর দেখলো তাতে লিখা আছে,,,অরু,,
আমি কে সেটা খুব শীঘ্রই তুমি জানবে ,,
সব রহস্য জানতে পারবে যা আজো তোমার অজানা ,,
তবে চিন্তা করোনা তোমার সব বিপদে আমি সাথে আছি,,
(ইচ্ছে করেই তুই না বলে তুমি বললো )ইতি,,,
#কাছের_কেউ
কাছের কেউ শব্দটা পড়ার পর অর্নিসার মনটা কেমন করে উঠল ,,
অর্নিসার চিঠিটা পড়ার পর পর ই চিঠির লেখাগুলো ভ্যানিস হয়ে গেলো,,
অর্নিসাতো অবাক😲😲
আররেহ্হ লেখাগুলো গেলো কোথায়😲
বেচারীর মাথায় কিছুই ঢুকছেনা😕😕তখনি একমুঠো আলো এসে ঘরের জানালা দিয়ে অর্নিসার চোখে পড়লো। অর্নিসা হাত দিয়ে চোখ ঢেকেনিলো,,
সকাল হয়ে গেছে,, চারদিকে পাখিরা ডাকছে,,
YOU ARE READING
"অদৃশ্য আত্মা"
Paranormalআপনারা যারা ভয়ংকর ভূতের গল্প কিংবা রহস্যের গল্প পড়তে পছন্দ করেন তারা গল্পটি পড়ে দেখতে পারেন। সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন কিছু লিখার চেষ্টা করেছি আমি।