ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক এবং রামমোহন রায়ের রীতি-উভয়ই ছিল স্ব শব্দপ্রধান এবং আড়ষ্ট। বস্তুত, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা গদ্যের কোনো কোনো ছড়া সবই ছিল প্রাঞ্জলতা এবং সাবলীলতাবর্জিত। এ গদ্যে সুষ্ঠু যতিচিহ্নের ব্যবহার ছিল না। শ্রীরামপুর মিশন থেকে ১৮১৮সালের মে মাসে প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ এবং পরে রামমোহন রায়ের সম্বাদকৌমুদী (১৮২১)ও ভবানী বন্দ্যোপাধ্যায়ের সমাচারচন্দ্রিকা(১৮২২)বাংলা গদ্যকে ভাবপ্রকাশের উপযোগিতা দিয়েছিল এবং খানিকটা সরল ও কেজো গদ্যে পরিণত করেছিল। আরো দুটি সাময়িক পত্রিকা - সম্বাদ প্রভাকর (১৮৩১)এবং তত্ত্বাবোধিনী পত্রিকা(১৮৪৩)-- বাংলা গদ্যের বিকাশে সাহায্য করেছিল। বিশেষত তত্ত্বাবোধিনী পত্রিকায় লিখে অক্ষয়কুমার দত্ত এবং দেবেন্দ্রনাথ ঠাকুর সেকালের দুই শ্রেষ্ঠ গদ্যলেখক বলে পরিচিত হন।