বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশ

2 1 0
                                    

আধুনিক যুগের বাংলা গদ্য সাহিত্যের  উদ্ভব ও বিকাশ অনেক শক্তিমান লেখক দ্বারা সমৃদ্ধি লাভ করেছে। বাংলা গদ্যে লেখা বাংলা হরফে ছাপা প্রথম মৌলিক গ্রন্থ রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য ১৮০১ সালে প্রকাশিত হয়। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারসহ ফোর্ট উইলিয়ম কলেজে সহকর্মীরা তার তুলনায় বেশি সংস্কৃত-প্রভাবিত ভাষায় তাদের গ্রন্থগুলি করেছিলেন। এসব গ্রন্থ ছিল ফোর্ট উইলিয়ম কলেজের ছাত্রদের জন্যে লেখা পাঠ্যপুস্তক। এঁদের কয়েক বছর পরে রামমোহন রায় যখন পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য গ্রন্থ লিখতে আরম্ভ করেন তখন তাকে এমন একটা রীতিতে লিখতে হয় যা দিয়ে ধর্মীয় বিতর্ক চালানো যায় এবং উপনিষদের অনুবাদ করা যায়।

বাংলা সাহিত্যের ইতিহাস -০২Onde histórias criam vida. Descubra agora