বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশের ধারা

0 0 0
                                    

রামরাম বসু

রামরাম বসু (১৭৫৭-১৮১৩) ছিলেন উইলিয়াম কেরির সহযোগী পাঠ্যপুস্তক রচনাকারীদে অন্যতম। তাঁর জীবন ছিল বৈচিত্র্যধর্মী। প্রথমে তিনি সবিস মুনশী এবং পরে ফে উইলিয়াম কলেজের সহকারী পণ্ডিত ছিলেন। তিনি খ্রিস্টধর্মের বাত বাহ্যিক অনুর দেখিয়ে পাদ্রিদের বিভ্রান্ত করলেও বিধর্ম প্রচারে প্রকৃত সাহায্য করেছেন, কিন্তু নিজের ধ পরিত্যাগ করেন নি। নৈতিক অধঃপতনের জন্য বিতাড়িত হলেও উইলিয়াম কেরি ত বদান্যতা দয়াধর্ম শাস্ত্রী বিচারবুদ্ধির বারংবার প্রশংসা করেছেন এবং ধর্ম প্রচারে প্রন্থরচনায় বিশেষ সাহায্য নিয়েছেন। রামরাম বসুর গদ্যগ্রন্থ দুটি রাজা প্রতাপাদিত্য চরি (১৮০১) ও লিপিমালা (১৮০২)। ফারসি নবিস মুনশী বলে সেকালের চলতি রীতিতে বাং গদ্যপদ্য রচনায় তার অবিসংবাদিত দক্ষতা ছিল। বাঙালি রচিত এবং বাংলা অক্ষরে মুদ্রি প্রথম একটানা দীর্ঘ মৌলিক রচনা রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থে রাজা প্রতাপাদিতা সম্পর্কে কত কাহিনীগুলি স্থান পেয়েছে।

বাংলা সাহিত্যের ইতিহাস -০২Место, где живут истории. Откройте их для себя