শুরু আগের কথা
দুজন সাদা এপ্রোন পরা মানুষ গভীর মনযোগ দিয়ে তাকিয়ে আছে সামনে রাখা একটা কাঁচের টিউবের দিকে । কাঁচের টিউবের ভিতরে হলুদ রংয়ের কিছু পদার্থ দেখা যাচ্ছে । টিউব থেকে বিভিন্ন রকমের হাজারও তার যুক্ত হয়েছে পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন যন্ত্রাংশ এবং কম্পিউটারের সাথে ।
হঠাৎ দুজনের একজন বলে উঠলো
-কি মনে হচ্ছে ?
-বুঝতে পারছি না ।
-আপনার মনে হয় সারভাইভ করবে ?
-আরও কয়েক মিনিট অপেক্ষা করে দেখি ।
-দেখুন ব্রেন টা কিভাবে গ্রো করছে ? দেখুন দেখুন ।
-হুম । এই তো কাজ হচ্ছে মনে হচ্ছে । আমরা সফল হতে চলেছি ।
-আমরা না । ড. টমাস মিরিনসো ক্সাইলেন সফল হতে চলেছেন ।
কিছু বছর পরে
২০৫০ সাল
দুপুরের খাওয়া শেষ প্রেসিডেন্ট একটু বিশ্রাম নেন । আজকে অনেক দিন পরে একটু অবসর পাওয়া গেছে । মনে মনে ঠিক করে নিলেন আজকে সারা বিকাল তিনি তার মেয়ের সাথে কাটাবেন । কাজের চাপে মেয়েকে একদম সময় দেওয়া হয় না । আজকে সময়টা তিনি মেয়ের সাথেই কাটাবেন । তিনি মেয়েকে ডাকতে যাবেন এমন সময় তার নিজস্ব সহকারী হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো । চেহারা দেখেই মনে হচ্ছে সাংঘাতিক কিছু হয়েছে ।
-কি ব্যাপার ?
-স্যর, রাশিয়া আমাদের ওয়াশিংটন বরাবর নিউক্লিয়ার মিশাইল থ্রো করেছে ।
প্রেসিডেন্টের মনে হল তিনি ভুল শুনলেন ।
-কি বললে তুমি ?
এক
আমার বিস্তৃত হাসি দেখে তন্বীর মুখটা বিরক্তিতে ভরে গেল । এমন একটা ভাব যেন আমি হেসে বড় অন্যায় করে ফেলেছি ।
আরে বাবা একজন মানুষের সাথে পরিচয় হয়েছি একটু হাসবো না ?
আদনান সাহেব আমার দিকে তাকিয়ে আবারও বলল
YOU ARE READING
সায়েন্স ফিকশন সমগ্র
Science Fictionবেশির ভাগ গল্পই আমার প্রেমের গল্প । তারপর আছে ভুতের গল্প ! হাতে গোনা অল্প কয়েকটা সায়েন্স ফিকশন লিখেছি আমি । তবে সেগুলো নিয়েও একটা আলাদা পোস্ট দেওয়া যেতে পারে । সেই জন্যই এখানে আলাদা আরেকটা ট্যাব খুললাম । এখানে কেবল সায়েন্স ফিকশন গুলো পোস্ট করা হবে !