প্রজেক্ট ডিডাব্লিউ এক্স ০০০০৫৬০২০২

571 23 6
                                    

প্রারাম্ভঃ

প্রফেসর আলোক নাথ অনেক টা সময় নিয়ে চোখ বন্ধ করে বসে আছেন । যখন কোন কিছু নিয়ে নিয়ে গভীর চিন্তা ভাবনা করেন তখন তার চোখ বন্ধ থাকে । দুরের কেউ কিংবা যারা তাকে ঠিক মত চেনে না তারা তাকে এই চিন্তিত অবস্থায় দেখলে মনে করবে হয়তো তিনি ঘুমিয়ে পড়েছেন । অথচ এই সময়ে তার মস্তিস্ক সব থেকে বেশি সচল থাকে ।

ঠিক এমন সময় দরজা খোলার মৃদ্যু আওয়াজ হল । আলোক নাথ চোখ না খুলেই বুঝতে পারলেন কে এসেছে ।

-কোন দরকারে এসেছিলে জন ?

জন আলোক নাথের সব থেকে পছন্দের ছাত্র । তবে একটু লাজুক আর একটু বেশি বিনয়ী ।

জন প্রথমে কোন কথা না বলে ঘরের ভিতর প্রবেশ করলো ।

প্রফেসর আবার বলল

-কোন দরকারে এসেছিলে ?

-জি না স্যার । আপনি কোন কিছু নিয়ে ভাবছেন । পরে আসবো ।

-না । সমস্যা নেই । কি বলতে চাও বলে ফেলো ।

-স্যার নিরো নিস্ক্রিয় হওয়ার পরে আমরা বেশ খাননিকটা সমস্যায় পরেছি । আসলে সে বন্ধ হওয়ার পরে আমরা বুঝতে পারছি তার প্রয়োজনীয়তা কড় টুকু ছিল ।

প্রোফেসর চোখ খুলে তাকালেন । তার মুখটা যেন একটু হাসি হাসি ।

জন বলল

-এখন আমরা কি করবো ?

-আমরা আবার নিরো কে চালু করবো ।

-কিন্তু স্যার ?

-কোন সমস্যা নেই । এই বার যেন আর আগের মত কিছু না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো ।

-সেটা কি সম্ভব স্যার ?

-কেন সম্ভব নয় । শুনো এই যুগে এসে মানুষের অসাধ্য বলে কোন কথা নেই । বুঝেছো ?

জন যদিও কিছু বলল না তবে প্রোফেসরের কথা শুনে সে যে খুব বেশি আশান্বিত হয়েছে সেটা তার মুখ দেখে মনে হল না ।


এক

-গুডমর্নিং স্যার । আশা করি আপনার ঘুম ভাল হয়েছে । আপনি এখন কেমন অনুভব করছেন ?

সায়েন্স ফিকশন সমগ্রWhere stories live. Discover now