এপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়ে আমি অবাক হয়ে কিছুটা সময় তাকিয়ে রইলাম । গোটা গোটা অক্ষরে লেখা শর্ত গুলোর একটার দিকে আমার চোখ আটকে রইলো । আমার ঠিক বিশ্বাস হচ্ছিলো না যে এমন কিছু শর্ত কোন কোম্পানী দিতে পারে । আবার মনে হল আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি । কারণ সকালে থেকে আমার সাথে যে বিস্ময়কর ঘটনা ঘটছে সেটা বাস্তবে ঘটার সম্ভাবনা খুব কম ।
সকাল বেলা আমি এমনিতেই একটু বেলা করে ঘুমাই । বিশেষ করে আমি যখন বেকার তখন সকালে উঠেই অফিস যাওয়ার তাড়া নেই । কিন্তু আজকে সকাল সাতটার সময়ই আমার ঘুম ভেঙ্গে গেল একটা অপরিচিত নাম্বারে । প্রথমবার আমি ঠিক ফোনটা ধরতে পারলাম না । এই সকাল বেলা আমাকে পরিচিত কেউ ফোন করবে না । অবশ্য আমাকে এমনিতেও কেউ ফোন করে না খুব দরকার না হলে ।
দ্বিতীয়বার রিং বাজার পর ফোনটা রিসিভ করলাম ।
-মিস্টার অপু রহমান বলছেন ?
পরিস্কার এবং গম্ভীর কন্ঠ শুনে আমি খানিকটা সচেতন হয়ে উঠলাম । আমি ঘুম জড়ানো কন্ঠটা আমি যথা সম্ভব স্বাভাবিক করে বললাম
-জি বলছি ।
-আপনি জনশন কোম্পানিতে এক্সিকিউটিভ পদে এপ্লাই করেছিলেন ?
আমি খানিকটা মনে করার চেষ্টা করলাম । বিডি জবসে আমি অনেক কোম্পানিতেই এপ্লাই করি, করেছি । আগে একটা হিসাব রাখতাম এখন আর সেটা রাখা হয় না । হয়তো করেছি, তবে নামটা আমি ঠিক মনে করতে পারলাম না । তবুও বললাম
-বিডি জবসের মাধ্যমে ?
-জি !
-হ্যা করেছিলাম ।
-জি । আপনার ভাইভা আজকে সকাল এগারোটায় । আপনার মেইলে একটা আপনার মেইল পাঠানো হয়েছে । সেখানে ভাইভার সিডিউল আর ঠিকানা পাঠানো হয়েছে গতকাল রাতে । আপনি দেখেছেন ?
-জি দেখেছি ।
যদিও এটা মিথ্যা কথা । আমি মেইল চেক করা বন্ধ করে দিয়েছি অনেক আগেই । ফোনটা কেটে গেল । আমি মেইল চেক করে দেখলাম সেখানে আসলেই একটা মেইল এসেছে । গুলশানের একটা ঠিকানা দেওয়া । সিডিউল টাইম এগারোটা পনের !
YOU ARE READING
সায়েন্স ফিকশন সমগ্র
Science Fictionবেশির ভাগ গল্পই আমার প্রেমের গল্প । তারপর আছে ভুতের গল্প ! হাতে গোনা অল্প কয়েকটা সায়েন্স ফিকশন লিখেছি আমি । তবে সেগুলো নিয়েও একটা আলাদা পোস্ট দেওয়া যেতে পারে । সেই জন্যই এখানে আলাদা আরেকটা ট্যাব খুললাম । এখানে কেবল সায়েন্স ফিকশন গুলো পোস্ট করা হবে !