প্রাকৃতিক ওয়াইফাই

469 18 3
                                    

প্রোফেসর ত্রিবেদী উত্তেজিত ভঙ্গিতে ফলাফল টা আরেকবার পরীক্ষা করলেন । এই নিয়ে মোট এগারো বার সে পরীক্ষা করেছে । প্রত্যেক বারই ফলাফল আগের মতই পজেটিভ ।

এটা কি সম্ভব ?

আসলেই সম্ভব ?

প্রোফেসর নিজের স্মার্ট ফোনের ওয়াইফাই কানেকশন সাইন টা পরিস্কার দেখতে পাচ্ছেন ।

তিনি তার ফেসবুক ওপেন করলেন । ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা নেহৎ কম নয় । যে কোন কিছু লিখলেই সেখানে পক্ষে বিপক্ষে কয়েকশ কমেন্ট এসে হাজির হয়ে কয়েক মিনিটেই ।

প্রোফেসর সাহেব নিজেদের ফেসবুক স্টাটাসে লিখলেন

"একটা আশ্চর্য আবিস্কার করে ফেলেছি । সামনে হয় তো বিপ্লব হতে চলেছে"


#

-এই সুমন কোথায় যাচ্ছিল ?

-মধ্যপাড়ার মাঠে যাবো ?

-কেন ?

-ওখানে বিনা মূল্যে চারা গাছ দিচ্ছে । আমার বাড়ির চারিপাশে ইদানিং মনে হচ্ছে গাছের সংখ্যা কমে গেছে । তুই বল গাছ না থাকলে কি ভাল লাগে ?

-তাই নাকি ? চল তো আমিও যাবো । আমিও কয়েকটা নিয়ে আসি । সুমির সাথে কাল দেখা করবো নে ।

দুই বন্ধু মধ্যপাড়ার মাঠের দিকে হাটা দিল চারা গাছ নেওয়ার জন্য ।

##

২২২৫ সাল

এলাইতা খাবার টেবিলে বসে আছে গোমরা মুখে । আজকে তার মন শুকনো । কারন তার আম্মু সকালের নাস্তায় তেমন কিছুই বানায় নি । আজকেও রান্না হবে না বলে এলাইতার মা জানিয়েছে । কেবল ফলমূল আর জুস । আর কিছু না ।

এলাইতার প্রতিদিন গাছের ফল খেতে ভাল লাগে না ।

কিন্তু এখন এমন একটা সময় চলে এসেছে যে গাছের ফলমূল আর কিছু এখন পাওয়াও যায় না । আর যেগুলো পাওয়া যায় সেগুলো সাধারন মধ্যবিত্ত পরিবারের জন্য নয় । সেটা কেনা সম্ভবও না তাদের পক্ষ্যে ।

এলাইতা নিজের কমিউনিকেশন ডিভাইস টা বের করে "ভিডিও বুক" বের করলো । ডিভাইসের ক্যামেরা নিজের দিকে তাক করে বলল

সায়েন্স ফিকশন সমগ্রWhere stories live. Discover now