পর্ব-২

127 3 0
                                    

★গ্যালাকটিক সুইসাইড★ ০

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

★গ্যালাকটিক সুইসাইড★ ০.০১% -২

শুরু হয়ে গেলো চূড়ান্ত নির্বাচন, স্বইচ্ছায় এগিয়ে আসলো অনেক অকুতোভয় যোদ্ধা।
কিন্তু আমার দরকার কিছু মাস্টার পিস!!!
কিছুনা কিছু বিশেষ গুণ ও ক্ষমতার অধিকারী এমন একটা দল।
আর BCRs আমাকে আমাকে ডেকে পাঠিয়েছে।
তাই পৃথিবীতে যেতে হবে হাই কমান্ডের সাথে সরাসরি কথা বলার জন্য।

মহাকাশ যান ★গ্যালাকটিক সুইসাইড★ ০.০১%!! প্রোটোটাইপ।!!।

হাইপার জাম্প প্রযুক্তি ব্যবহার করে আলোর চারগুন গতিতে এগুচ্ছে।
গন্তব্য সাইরাস থেকে পৃথিবী!!!
এটি একটি Z-X-3 ক্লাস ছোটো মাঝারী আকৃতীর বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যাটল ও ফাইটার শীপের সংমিশ্রণ।
১.৬ বছর আগে বাংলাদেশ সরকার কোটিকোটি টাকা খরচ করে এইরকম মোট ৩টি পরীক্ষামূলক মহাকাশ যান তৈরি করেছে।
যা একটি মাধ্যমিক যুদ্ধ যান বহরের সাথে একা লড়াই করার ক্ষমতা রাখে।

ব্যক্তিগত ভাবে আমাকে একটি দেয়া হয়েছে গ্যালাক্সির সব গুরুত্বপূর্ণ মিশনের কাজে, এতে সেই সাইরাসের,
★মায়া স্টোন★ ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি স্থাপন করা হয়েছে।
যা দিয়ে যানটি অনায়াসে ১০ বছর চলতে পারবে।
মায়া স্টোনের আরেকটি গুণ হচ্ছে আঘাত প্রাপ্ত যান যা আস্তে আস্তে নিজে নিজে মেরামত করতে পারে,
এবং এটা তখনই পারবে যখন সাইরাস জাতীর বিশেষ কোনো মেয়ে যানটির ভেতর থাকে।
কারণ এই মায়া স্টোন প্রযুক্তি ও সাইরাস জাতীর মধ্যে বিশেষ ক্যমিস্ট্রি আছে যা এখনো বাংলাদেশ বা পৃথিবীর মহা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি।
১৫০ ফুটের অত্যাধুনিক মহাকাশযান টিতে ২২ জনের একটি স্বশস্র দল সহ ৫০ টনের মত অস্ত্রসস্ত্র বহন করতে পারবে যা আমার ভবিষ্যৎ সুইসাইড টিমের জন্য যথেষ্ট।

★গ্যালাকটিক সুইসাইড★Where stories live. Discover now