★গ্যালাকটিক সুইসাইড★ পর্ব-১১
[পথ রহস্য সিরিজ]🎬
(Mysterious Galaxy)(প্রত্যাবর্তন প্রহেলিকা অবলম্বনে ফ্যান্টাসির সংমিশ্রণে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী)।
→
লেখকঃ MD Mazharul Islam (পথ)।
এডিটরঃ
Nahiyan Al Farook
→
পর্ব-১১
→
মহাকাশযানটি স্থির দাঁড়িয়ে আছে ক্রোনাস গ্রহপুঞ্জের শূন্য পয়েন্টে।
মেইন নিয়ন্ত্রন ব্রিজের ওপর সচ্ছ ফাইবার অপ্টিক আয়নায় বাইরে রংবেরঙের অজস্র তারার ঝিকিমিকি শোভা পাচ্ছে,
তার ফাঁকেফাঁকে কালো রঙ বিশালতার দিকে তাকালেই কেমন যেন তীব্র নেশা জাগে সীমাহীন অজানা তেপান্তর পাড়ি দেবার।
→
এটা ক্রডিয়াল গ্রহ ও সাইরাস গ্রহের কিছুটা মাঝামাঝি অবস্থান।
যানের নিয়ন্ত্রণে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা এলোরা প্রায় ১৩ ঘন্টা যাবত পৃথিবীতে BCRs সংস্থার সাথে যোগাযোগ স্থাপনে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে,
কিন্তু কোনো কাজ হচ্ছে না!
মিনিট দশেক আগে ১ আলোকবর্ষ দূরে সাইরাস গ্রহের রাজকীয় প্রতিরক্ষা মহাকাশ স্টেশনে খবর নিয়ে জানা গিয়েছিল গত ২৩.৫৯ ঘন্টা আগে অদ্ভুতভাবে পৃথিবীর সাথে তাদের সম্পূর্ণ রুপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না।
এই অপ্রত্যাশিত ঘটনায় সাইরাসের রাজকীয় সভা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে কয়েক ঘন্টার মধ্যে তাদের বন্ধু গ্রহ পৃথিবীতে কয়েকটি রয়াল ফ্লিট পাঠাবে সাম্ভাব্য সাহায্য ও তদন্ত পরিচালনা কার্জে।
কিন্তু তারা পৃথিবী থেকে একমাত্র নিযুক্ত প্রতিনিধি সাইর্বগ কমান্ডার ট্রেকের মতামতের অপেক্ষায় আছে।
→
হঠাৎ এই অপ্রত্যাশিত যোগাযোগ বিচ্ছিন্নতা মনের মধ্যে কু গাইতে লাগলো,
ভেতর ভেতর একটা চাপা আতঙ্ক সৃষ্টি করছে, পৃথিবীও কি আক্রান্ত?
কিন্তু সেটা জানতে হলে যোগাযোগ আবশ্যক।
ততক্ষণাৎ বৈদ্যুতিক পালস খেলে গেলো মস্তিষ্কের ভেতরে নিউরনের শিরা উপশিরা বেয়ে,
বর্তমান মহাবিশ্বের সকল ধ্বংসাত্মক ঘটনা প্রবাহর মূল গুপ্ত হোতা জেনারেল ওসমানীর মাইক্রোচিপটি ব্লেট পকেট হতে বের করে যানের মূল কম্পিউটারে প্রবেশ করলাম।
ওসমানীর সিগনাল কোড দিয়ে কয়েকবার চেষ্টা করে একটা যোগাযোগ স্থাপন করা গেলো।
YOU ARE READING
★গ্যালাকটিক সুইসাইড★
Science Fiction[পথ রহস্য সিরিজ]🎬 (ত্রিমাত্রা ও প্রত্যাবর্তন প্রহেলিকা অবলম্বনে ফ্যান্টাসির সংমিশ্রণে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী)। -:সংবিধিবদ্ধ সতর্কীকরন:- (Bangladesh Copyright Act এর দ্বারা এর অধীনে অভিযুক্ত ব্যক্তি কে ফৌজদারি (Criminal) ও দেওয়ানি (Civil) মামলার...