★গ্যালাকটিক সুইসাইড★ পর্ব-৮
[পথ রহস্য সিরিজ]🎬(প্রত্যাবর্তন প্রহেলিকা অবলম্বনে ফ্যান্টাসির সংমিশ্রণে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী)।
→
লেখকঃ MD Mazharul Islam (পথ)।
এডিটরঃ
বিদ্বেষিনী লিলিথ
→
পর্ব-৮
→
পৃথিবী:
চীনের তাইসান পর্বত মালা, সুরক্ষিত BCRS এর স্থায়ী সামরিক ঘাঁটি।
পাহাড়ের গভীরে BCRS এর অন্যতম সেনা প্রধান বাংলাদেশ চীফ অব আর্মি স্টাফ জেনারেল ওসমানীর কক্ষে এই মূহুর্তে একটি অত্যন্ত গোপনীয় কল এল।
কলটি এসেছে ক্রডিয়াল গ্রহের সেনা হাই কমান্ড হতে।
জেনারেল ওসমানী কলটি সুরক্ষিত কিনা কিছুক্ষণ পর্যবেক্ষণ করল!
তার টেবিলে ভেসে ওঠা কল রিসিভ অপশনে স্পর্শ করতেই ওখান থেকে একটি হলোগ্রাফিক স্ক্রিন ভেসে উঠলো,
পুরো টেবিলটাই একটা ৪র্থ মাত্রার অত্যাধুনিক কম্পিউটার!
সেই স্ক্রিন হতে এঞ্জেল উচ্চ পরিষদের প্রবীন সদস্য এঞ্জেল গ্রেডাসের চেহারা দেখা গেলো।-শুভেচ্ছা এঞ্জেল উচ্চ পরিষদের মহামান্য এঞ্জেল গ্রেডাস!!
মুখে হালকা রহস্যময় হাসি নিয়ে বললেন জেনারেল ওসমানী।-রাখুন আপনার শুভেচ্ছা বিনিময়!!
তাছাড়া আমি আর এখন এঞ্জেল উচ্চ পরিষদের সদস্য নই।-আহা! এত চটছেন কেনো!!?
ব্যাপার কি বলুন তো!!?-এঞ্জেল গ্রহে এখন উচ্চ পরিষদ ধ্বংস হয়ে আবারো প্রাচীন রানীতন্ত্র কায়েম হয়েছে।
আর আপনার ধারনা সত্য হয়েছে এঞ্জেল অধরা এখন পরীস্তানের রানী হিসেবে অধিষ্ঠিত হয়েছে।
আমি হয়েছি বিতাড়িত আর আমার বিশ্বস্ত সঙ্গীরা কিছু মারা পড়েছে বাকি সব বন্দিত্ব বরণ করেছে।
আমরা এখন বিশ্বাসঘাতক ও বেঈমান সাব্যস্ত হয়েছি।
YOU ARE READING
★গ্যালাকটিক সুইসাইড★
Science Fiction[পথ রহস্য সিরিজ]🎬 (ত্রিমাত্রা ও প্রত্যাবর্তন প্রহেলিকা অবলম্বনে ফ্যান্টাসির সংমিশ্রণে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী)। -:সংবিধিবদ্ধ সতর্কীকরন:- (Bangladesh Copyright Act এর দ্বারা এর অধীনে অভিযুক্ত ব্যক্তি কে ফৌজদারি (Criminal) ও দেওয়ানি (Civil) মামলার...