পর্ব-৭

55 6 3
                                    

★গ্যালাকটিক সুইসাইড★ পর্ব-৭ [পথ রহস্য সিরিজ]🎬

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

★গ্যালাকটিক সুইসাইড★ পর্ব-৭
[পথ রহস্য সিরিজ]🎬

(প্রত্যাবর্তন প্রহেলিকা অবলম্বনে ফ্যান্টাসির সংমিশ্রণে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী)।

লেখকঃ MD Mazharul Islam (পথ)।
এডিটরঃ
বিদ্বেষিনী লিলিথ

পর্ব-৭

সেই প্রত্যেকটি চরম সুখের শিহরণের সাথে আস্তে আস্তে আমার মস্তিষ্কের নিউরনের ভাঁজে ভাঁজে অদ্ভুত পরিবর্তন ও স্মৃতি গুলো ছোট্টছোট্ট ঝড়ের মত অতীত প্রতিচ্ছবি গুলো ঘুরপাক খেতে লাগলো।
ফিরে আসতে লাগল সব হারানো স্মৃতি।
এইদিকে কণিকা নিচ হতে চরম তৃপ্তি নিয়ে পাগলের মত আমার পিঠ খামচে ধরে আমাকে আরো কাছে চেপে ধরল।
ওর তীক্ষ্ণ নখ বিধে গেলো আমার পিঠে, চিকণ রক্তধারার গড়িয়ে পড়া টের পেলাম আমি ওখানে!!!

প্লানেট এঞ্জেল:
আয়তন: পৃথিবীর দেড়গুণ।
এঞ্জেল সংখ্যা:
নাগরিক এঞ্জেল ৭০ লাখ, রক্ষী এঞ্জেল ৭ হাজার।
এছাড়া বিভিন্ন গ্রহ হতে এঞ্জেল সভ্যতা দ্বারা আশ্রিত, ও নির্যাতিত, নিপীড়িত ও বিতাড়িত প্রজাতির সংখ্যা ৭০ কোটি।
এর মধ্যে মুসলিম রোহিঙ্গা রিফিউজি প্রায় দশ লাখ।
এদের জন্য এঞ্জেল গ্রহের বিভিন্ন স্থানে আলাদা আলাদা বাসস্থান ও শহর করা হয়েছে।
এঞ্জেলরা এদের ভরণপোষণের পাশাপাশি বিভিন্ন ভাবে প্রশিক্ষিত করছে ও সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করছে যাতে পুনরায় এদের বিভিন্ন গ্রহে পুনর্বাসন করা যায়।

এই মাত্র পরিস্তান গ্রহের আন্তর্জাতিক মহাবিশ্ব প্রতিরক্ষা সংস্থার প্রধান গ্যালাকটিক রাডারকেন্দ্রে কিছু অদ্ভুত সিগন্যাল কোড এলো।
সিগন্যালটি এসেছে কয়েকশ আলোকবর্ষ দূরের ক্রোনাস গ্রহপুঞ্জ হতে।
কিন্তু সিগন্যাল কোডটি খুবই দূর্বল যেনো অদ্ভুতভাবে বাধাপ্রাপ্ত হয়ে এসেছে, কোডটি বুঝতে না পেরে রাডার কেন্দ্রের বিশেষ যোগাযোগ রিসিভ অপারেটর কম বয়সিনী এঞ্জেল তৃপ্তি দ্রুত এঞ্জেল প্রতিরক্ষা হাই কমান্ডের অফিসে উড়ে এলো।
কারণ এঞ্জেলরা প্রায় ৭ টি গ্যালাক্সির লক্ষ লক্ষ গ্রহের পর্যবেক্ষণ ও প্রতিরক্ষার গুরুদায়িত্বে আছে।
আর এই গুরুদায়িত্ব স্বয়ং *ঈশ্বর* প্রদত্ত তাই হেলাফেলার কোনো অবকাশ নেই।

এঞ্জেল মহাবিশ্ব প্রতিরক্ষা বিভাগের প্রধান
এঞ্জেল অধরা, যোগাযোগ অপারেটর এঞ্জেল তৃপ্তির কাছ থেকে সিগন্যাল কোডটি নিয়ে,
কিছুক্ষণ সেটা নিরীক্ষণ করলো।
হঠাৎ এঞ্জেল অধরার মুখ বিষ্মিত হয়ে উঠলো,
আরেহ, এত মার্কাসের SOS সিগন্যাল, মানে সাহায্য আবেদন সংকেত।
অহ ঈশ্বর!! তারমানে ও বেঁচে আছে!!!!!
সিগন্যালটা খুব দুর্বল কিন্তু এর বিশেষ বাইনারি কোড গুলো যে মার্কাসের তা সন্দেহাতীত।
মনে পরে গেলো শত বছর আগের অতীত,
শত বছর আগে যখন পৃথিবীতে আমরা ২য় বার পথ রয় ও তার শতাধিক দুর্ধর্ষ ক্লোন বাহিনীকে প্রতিহত করে সমূলে ধ্বংস করি,
তখন তিনি কোণঠাঁসা হয়ে সুযোগ বুঝে অজানা মহাবিশ্বে পালিয়ে যান।
তখনই আমার সকল বাঁধা উপেক্ষা করে তার পিছু নেয় আমার জীবন সঙ্গী মার্কাস, সেই থেকেই ও নিখোঁজ।
আর আজ আবার আমার সেই হারানো ভালোবাসার একটি আশার সংবাদ এলো।
হতাশা ও বিরহের সাগরে ডুবে থাকা মনে যেনো নতুন আশা জেগে উঠলো, উদয় হলো জীবনের নতুন মহা লক্ষ্য।

আমাকে এখনই এঞ্জেল উচ্চ পরিষদের উচ্চপর্যায়ের সদস্যদের কাছে যেতে হবে,
কারণ আমি আমার দাদী এঞ্জেল তন্দ্রার উত্তরসূরির অধিকার স্বরূপ এই এঞ্জেল মহাবিশ্ব প্রতিরক্ষা বিভাগের প্রধান হিসেবে স্বীকৃতি পাই, সেটাও অনেক সংগ্রাম, দক্ষতার ও সাফল্যের মাধ্যমে সম্ভব হয়।
কিন্তু এই প্রতিরক্ষা বিভাগ এঞ্জেল উচ্চ পরিষদের উচ্চপর্যায়ের সদস্যদের কাছে অর্ধেক দায়বদ্ধ।
এঞ্জেল মহাবিশ্ব প্রতিরক্ষা বিভাগের সকল অভিযান ও পদক্ষেপে এঞ্জেল উচ্চ পরিষদের ৭০ ভাগ অনুমোদন প্রয়োজন।
এইভাবেই হাজার বছর ধরে এঞ্জেল প্লানেটের নীতিমালা নির্ধারণ করা হয়েছে।
কিন্তু এর আগে লাখোলাখো বছর ধরে এই গ্রহে রানীতন্ত্র কায়েম ছিল, সেই সূত্রে আমার এই গ্রহের রানী হবার কথা।
হয়ত কোনো রানীর দায়িত্ব অবহেলা বা বিশেষ বিপর্যয়ের কারনে এই গ্রহে ক্ষমতার পদ্ধতিগত পরিবর্তন হয়েছে।
তবে সে যাইহোক উচ্চ পরিষদ অনুমতি দিক বা না দিক আমার হারানো ভালোবাসাকে আমি উদ্ধার করবোই।
কিন্তু তার জন্য যদি বিপ্লব বিদ্রোহের মাধ্যমে এই পরিস্তানে আবারো সে রানীতন্ত্রও ফিরিয়ে আনতে হয় তবে আমি তাই করব।
কারণ মহারাণী এঞ্জেল অমিরার একমাত্র উত্তরসূরি আমি।
তাছাড়া এই পরীস্তানের জন্য বিগত কয়েকশত বছর আমি অনেক করেছি।
মহাবিশ্বের আইনে দূর্নীতি ও অপরাধের হার অনেকটাই কমিয়ে এনেছি, সে সাথে মহাবিশ্বে আমার শক্তি ও বুদ্ধিমত্তার সৎ ব্যবহার করে হাজারো অপশক্তির বিরুদ্ধে লড়াই করে এনে দিয়েছি অজস্র বিজয়।
বিভিন্ন গ্রহে পুনর্বাসিত করেছি লাখো কোটি নিরীহ, নির্যাতিত, বিতাড়িত প্রজাতিদের।
সেই কল্যাণীয় সুবাদে পরিস্তানের বেশিরভাগ এঞ্জেল নাগরিকদের সমর্থন পাবো আমি।
কিন্তু তার আগে উচ্চ পরিষদের সাথে একটা চূড়ান্ত বৈঠক বা বোঝাপড়ায় যেতে চাই।

পূর্ণ প্রস্তুতি নিয়ে আমার সবচেয়ে বিশ্বস্ত ও সাহসী ১২ জন যোদ্ধা এঞ্জেল ও সিংহ রুপি বিশাল তিতিরকে নিয়ে রওয়ানা হলাম মহা সভ্যতা ও প্রাচুর্যের আদি এঞ্জেল স্বর্গ নগরীতে স্থাপিত এঞ্জেল উচ্চ পরিষদের উদ্দেশ্যে।
বাকি ৫৯ জন দক্ষ এঞ্জেল যোদ্ধা রিসার্ভে প্রস্তুত রাখলাম।
তিতির এখন আগের থেকে অনেক বড় ও শক্তিশালী সেই সাথে আমার মহাবিশ্ব প্রতিরক্ষা বাহিনীও অনেক উন্নত ও অধিক ক্ষমতা সম্পন্ন।

আমি সহ আমার ছোট কিন্তু উন্নত ৭১ জনের এঞ্জেল প্রশিক্ষিত প্রতিরক্ষা বাহিনী মাত্র ২-৩ মাসের মধ্যে যেকোনো শক্তিশালী আধুনিক গ্রহ দখল ও নিয়ন্ত্রণে সক্ষম।
কারণ এদের আমি সেভাবেই তৈরি করছি ঠিক যেভাবে করে ডিমন হাইব্রিড ★পথ রয়★ তার কয়েকশত দুর্ধর্ষ ক্লোন বাহিনী তৈরি করেছিল।
যদিও তার সাথে আমার চরম নীতিগত বিরোধিতা কিন্তু জিনগত ভাবে তার শক্তি ও বুদ্ধিমত্তা আমার মধ্যেও বিদ্যমান।

স্বর্গ নগরীর এঞ্জেল উচ্চ পরিষদের রাজকীয় প্রাসাদের সভাকক্ষে তুমুল বাকবিতণ্ডা চলছে।
মহাবিশ্ব প্রতিরক্ষার প্রধান এঞ্জেল অধরা ও উচ্চ পরিষদের ১৩ বৃদ্ধ এঞ্জেল সদস্যদের মধ্যে হচ্ছে বোঝাপড়া।
এই ১৩ জনের প্রত্যেকেরই গলায় বিভিন্ন রঙের সেই মহা আধ্যাত্মিক মায়া এমুলেট শোভা পাচ্ছে।
পুরো সভাকক্ষের চারপাশে আছেন আরো  শতাধিক উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক নাগরিক এঞ্জেল, যারা এই উন্নত এঞ্জেল সভ্যতায় বিভিন্ন ভাবে অবদান রাখেন।
একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করে চলছে অধরা, এঞ্জেল উচ্চ পরিষদের সদস্যদের।
মহাবিশ্বে তাদের অবহেলা, অনিয়ম, ও দুর্নীতিগুলো যুক্তির সাথে সভাকক্ষের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অধরা।
বর্তমানে সর্বোচ্চ আলোচিত ত্রাশের রাজত্ব কায়েম করা বর্বর ক্রডিয়াল বাহিনীর আগ্রাসন ও একে একে দখল করে নেয়া বিভিন্ন গ্রহের প্রজাতিদের উপর উৎখাত ও নিপীড়ন, এবং প্রাচীন জিনতত্ত্ব প্রক্রিয়াকরণ করে ভিন্নরুপ এবং নিজ প্রজাতিতে রুপান্তরিত করছে আক্রান্তদের, যা মহাবিশ্বে সবচেয়ে অনৈতিক।
এমনকি তাদের জ্যান্ত মেরে খাচ্ছে সেই হিংস্র ক্রডিয়ালরা।
এসব হিংস্র বর্বরতা যেনো প্রাচীন ডিমনদের ও হার মানায়।
এতসব অন্যায়ের জ্বলজ্যান্ত প্রমান থাকা সত্ত্বেও এঞ্জেল উচ্চ পরিষদের নিরব ভূমিকা ও সেই সাথে তাদের ৭০ ভাগ অধ্যাসিত ক্ষমতা ব্যবহার করে এঞ্জেল অধরার মহাবিশ্ব প্রতিরক্ষা বাহিনীকে দমিয়ে রাখা যে এক বড় ধরনের দুর্নীতি, অপযোগসাজশ ও বেইমানির ইঙ্গিত দেয়!!

এঞ্জেল অধরার এই কথায় সায় দিয়ে সভাকক্ষের সকল উচ্চপর্যায়ের এঞ্জেল নাগরিক সহ ২-১ জন উচ্চ পরিষদের সদস্যও হয় হয় ধ্বনি করে উঠলো।
অবস্থা বেগতিক দেখে এক ফাঁকে ১৩ সদস্যের সব চেয়ে প্রবীন ও ক্ষমতাশালী পুরুষ সদস্য এঞ্জেল গ্রেডাস সবার অলক্ষ্যে উঠে গেলো।
ব্যপারটা অধরা ঠিকই খেয়াল করলো, অধরার আপাতত প্রচেষ্টা হচ্ছে যুক্তিতর্ক ও ন্যায় উদ্দেশ্য সকলের সম্মতির মাধ্যমে আবার রানীতন্ত্র কায়েম করা অথবা এঞ্জেল প্রতিরক্ষা বিভাগকে পূর্ণ স্বাধীনতায় বাস্তবায়ন করা।
কারন ওর ঘোর বিশ্বাস এই এঞ্জেল উচ্চ পরিষদের অনেকেই বিশেষ কোনো ষড়যন্ত্রে লিপ্ত ও দুর্নীতিগ্রস্থ।
একচেটিয়াভাবে ক্ষমতায় থাকলে যা হয়, এরা কোনো বিশেষ লোভে পড়ে পথভ্রষ্ট হয়ে শ্রষ্টার দেখানো আসল পথ হতে সরে গিয়েছে এদের এখনই উৎক্ষাত করার মোক্ষম সময়।
অধরা আবারো বলতে শুরু করলো ক্রডিয়ালরা যেভাবে মহাবিশ্বে ছড়িয়ে পরে ত্রাশের রাজত্ব কায়েম করছে এতে মনে হচ্ছে এদের পেছনে বিশেষ কোনো শক্তির হাত রয়েছে।
এঁদের যদি এখনই দমন করা না যায় তাহলে এই পরীস্তান ও রেহাই পাবেনা ওই ক্রডিয়ালদের হিংস্র থাবার হাত থেকে।
তাই এখনই বিশেষ দায়িত্বে ক্ষমতা দেয়া হোক মহাবিশ্ব এঞ্জেল প্রতিরক্ষা বিভাগকে।
যার ওপর উচ্চ পরিষদের কোনো অবৈধ নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ থাকবেনা।
এবার যেনো ঝড় উঠলো সভাকক্ষে, একদল অধরার পক্ষে আরেক দল অধরার বিপক্ষে কথা বলতে লাগলো।
কেউ কেউ বিদ্রোহী, জঙ্গি বলে অধরাকে গ্রেফতার করার আহবান জানালো।
অধরার মস্তিষ্ক শান্ত নীরব সে কোনো চাপ নিচ্ছে না।
যতটা পারছে নিজেকে স্থির রাখছে কারণ রাজনীতির ক্ষমতার লড়াইয়ে সব সময় মাথাগরম করতে হয়না।
তাছাড়া ওকে গ্রেফতার ও বন্দি করা অসম্ভব কারণ ওর শরীরে বইছে আদি মহা এঞ্জেল রানীর রক্ত,
আরো আছে পথ রয় হতে প্রাপ্ত আদি মহা ডিমন কিং ঈরাসের রক্ত।

হঠাৎ কু গাইতে লাগলো অধরার মন!! মনে হচ্ছে মহা কোনো বিপদ আসন্ন।
ধ্বক করে জ্বলে উঠলো অধরার সোনালী চোখজোড়া।
হাল্কা সোনালী এনার্জি ত্বরণ বের হতে লাগলো ওর সুন্দর সুঢৌল দেহ হতে।
ব্যাপারটা দেখেই ওর সাথে আসা ১২ জন দক্ষ যোদ্ধা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিলো।
ওদের হাত দিয়ে ইশারা দিলো অধরা শান্ত থাকার জন্য,
তারপর হৈচৈ করতে থাকা এঞ্জেল জনতার দিকে তাকালো সে জ্বলন্ত চোখে, ওর অগ্নিময় চাহুনিতে মুহুর্তেই চুপ হয়ে গেলো সবাই।
পিনপতন নিরবতা নেমে এলো বিশাল সভা কক্ষে।
যেনো অধরার কাছে পরাজয় মেনে নিয়েছে সবাই।
হঠাৎ অধরা বলে উঠলো।

★গ্যালাকটিক সুইসাইড★Where stories live. Discover now