পর্ব-১২

99 4 0
                                    

★গ্যালাকটিক সুইসাইড★ পর্ব-১২ [পথ রহস্য সিরিজ]

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

★গ্যালাকটিক সুইসাইড★ পর্ব-১২
[পথ রহস্য সিরিজ]

(প্রত্যাবর্তন প্রহেলিকা অবলম্বনে ফ্যান্টাসির সংমিশ্রণে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী)।

লেখকঃ MD Mazharul Islam (পথ)।
এডিটরঃ
Nhiyan Al Farok

পর্ব-১২

-আমার রাতের ঘুম চুরি করে নিয়ে গেছে আকাশের তারা।
গৃহস্থের চোখ নিয়ে ছাদে বসে জাগি নিশাচর বিভাবরী,
গুপ্তধনের মতো তারা নিয়ে মহাকাল করে নাড়াচাড়া,
রাতের বাতাসে ফিসফিস করে জ্বীন-ভূত-পরী।
মহাকাল জানে না কাকে বলে কাল-মহাকালের ঘড়ি।
ঘড়ির কাঁটায় আমি মিনিটে, সেকেন্ডে মহা দিশাহারা ,
অনুরাধা, কালপুরুষ, লুব্ধক, হীরের কনার মতো যারা,
ছুটে আসে কিনা হাতে- তাই দেখে রাত-ভোর করি।
আকাশের হয়েছে বয়েস তেরশো কোটি বছরের বেশি।
চিন্তার এই বাইরের সময়ে সে ছিলনা বসে এতদিন ,
আমাদের আবেগের চেয়ে অনেক বেশি ভীষণ আবেশি।
এই মহাকাশের অঞ্চল পৃথিবীর চেয়েও অনেক প্রবীণ।
[-অনি।
২৬/০৯/১৫, সন্ধ্যা – ৬:৫২]

-বাহ! মন দিয়ে তোমার কবিতাটি শুনলাম, এর মর্মকথার গভীরতত্ত্ব আমার মনের গভীরে গেঁথে গেল…
অনেক ভালো লাগলো এলোরা।
এখন নিজেকে অনেকটা হালকা ও অর্থবহ লাগছে।

-ধন্যবাদ কমান্ডার!

-তুমিও অনেক সুন্দর এলোরা!

হৃদয় স্পর্শ করার অপরূপ হাসি দিয়ে এলোরা বলল,
-জীবিতাবস্থায় আমি ঠিক এমনি ছিলাম, কমান্ডার...
কবিতাও লিখতাম মাঝেমধ্যে।

-জীবিত!?

-হ্যা, কমান্ডার মানব ভাষ্যমতে দেহে প্রাণ থাকা মানেই জীবিত এবং আমারও দেহ ছিলো, আমিও মানবী ছিলাম...
(কথা গুলো বলে থেমে গেলো এলোরা)

-বলো এলোরা আমি শুনবো তোমার গল্প।

-আমি চাই আপনি আমাকে বিশ্বাস করুন,
কারণ বিশ্বাসেই বন্ধুত্ব।

★গ্যালাকটিক সুইসাইড★Where stories live. Discover now