আজকে ইউনিভার্সিটিতে প্রিয়ন্তি আসে নি। তাই প্রিয়ন্ময়ীর বেশ একা লাগছে। যেদিন প্রিয়ন্তি ইউনিভার্সিটিতে আসে না ঐদিন প্রিয়ন্ময়ীকে বেশিরভাগ সময় লাইব্রেরীতেই দেখতে পাওয়া যায়। আজকেও তার ব্যতীক্রম ঘটে নি। আপন মনে বই পড়ছে প্রিয়ন্ময়ী। এমন সময়
---হ্যালো...!
পেছন ফিরে তাকিয়ে দেখে ঐদিন ক্যাফেটেরিয়ায় দেখা সেই ছেলেটি। আজকে ও বেশ ভালো করে দেখতে পেল। সত্যিই প্রিয়ন্তি ভুল বলে নি।
---হাই...!
---আমি আয়ান। আপনি?
---আমি প্রিয়ন্ময়ী
---আচ্ছা আমি হুমায়ূন আহমেদ স্যারের "অপেক্ষা" বইটা খুজে পাচ্ছি না আমাকে সাহায্য করবেন প্লীজ...!
এতোক্ষণ প্রিয়ন্ময়ী অপেক্ষা উপন্যাসটিই পড়ছিল আর এই মাত্রই পড়া শেষ হয়েছে।
---হুম অবশ্যই। Actually আমি এখন ঐ বইটাই পড়ছিলাম। আপনি চাইলে এটাই নিতে পারেন।
---না এর দরকার হবে না। লাইব্ররীতে তো আরো কয়েকটা কপি আছে ।
---সমস্যা নেই সবেমাত্রই আমার বইটা পড়া শেষ হয়েছে।
প্রিয়ন্ময়ী বইটা আয়ানের দিকে এগিয়ে দিল...।
---Thanks..
---You welcome
প্রিয়ন্ময়ী shelf থেকে আরেকটি বই এনে পড়ছে। আয়ান আর প্রিয়ন্ময়ী একই টেবিলে বসে। এর মধ্যে কেটে গেছে বেশ কিছুক্ষণ। এবার প্রিয়ন্ময়ীই প্রথম কথা শুরু করল।
---আচ্ছা আপনি কোন ডিপার্টমেন্টের?
--- Physics 3rd year.. আপনি?
---Chemistry 3rd year.
--- জানেন... আমার বাংলা সাহিত্যের প্রতি একটা টান কাজ করে। যখন একঘেয়েমি লাগে তখনই চলে আসি বাংলা ডিপার্টমেন্টের লাইব্রেরীটায়।
--- বাহ আপনার সাথে তো আমার অনেক মিল। ভালো না লাগলে আমিও এই লাইব্রেরীটায় চলে আসি।
---আপনি যেহেতু 3rd year এ পড়েন তাহলো তো আমরা ইয়ারমেট। আমি কি আপনাকে "তুমি" করে বলতে পারি।
--- অবশ্যই।
এরপরে আয়ানের সাথে বন্ধুত্ব হয়ে যায় প্রিয়ন্ময়ীর।
VOCÊ ESTÁ LENDO
প্রিয়ন্ময়ী [Completed]
Romanceআয়ানের সাথে প্রিয়ন্ময়ীর প্রথম পরিচয় হয় ইউনিভার্সিটির লাইব্রেরীতে। ওদের বন্ধুত্ব একটা সময় বন্ধুত্বের বৃত্ত থেকে বেরিয়ে এসে প্রেমে রুপ ন্যায়। কিন্তু এর পরেই কিছু ঘটনা প্রবাহ প্রিয়ন্ময়ীর জীবনকে উলোট পালোট করে দিয়েছে। প্রিয়ন্ময়ী কি পারবে আবার তার স্বাভা...