লেখকের কথা

532 31 31
                                    

এই তো ২০১৭ সালের ডিসেম্বরের কথা। সবে মাত্র আমাদের HSC এক্সামের নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে। একদিন শুনতে পেলাম লামিয়া নামের আমাদের এক ক্লাসমেট না কি আত্মহত্যা করেছে। কোন দিন লামিয়াকে দেখিনি কারন আমাদের কলেজে Combined ক্লাস হয় না। তবুও কেন জানি না খুব খারাপ লেগেছিল। এরপরে Hsc এক্সাম শুরু হওয়ার আগের বিকালগুলোতে একটু একটু করে আমি এই গল্পটা লিখেছিলাম। লামিয়া মতো যারা এই পৃথিবীকে বিদায় জানানোর চিন্তা করছেন তাদেরকে বলতে চাই--
আত্মহত্যা কখনো সঠিক সমাধান হতে পারে না। কারন জীবন তো একটাই। নিজকে নিয়ে ভাবুন। আর আপনার আশেপাশে যে মানুষগুলো আছে যারা আপনাকে অকৃত্রিমভাবে ভালোবাসে তাদের সাথে আপনার জমানো কষ্টগুলো শেয়ার করুন। দেখবেন নিজেকে অনেক হালকা মনে হবে। এই পৃথিবীটা অনেক সুন্দর। চর্মচক্ষু দিয়ে না দেখে মনের চক্ষু দিয়ে দেখুন। কি দেখতে পাবেন জানেন?? একটা ভালোবাসার দরজা হয়তো আপনার জন্য বন্ধ হয়ে গেছে কিন্তু দেখতে পাবেন হাজারটা দরজা আপনার জন্য খোলা। আপনি এই ভেবে কষ্ট পান যে আপনার প্রিয় মানুষটার কাছে আপনার কোন গুরুত্ব নেই। কিন্তু বিশ্বাস করুন আপনি কারো না কারো কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি না থাকলে হয়তো তাদের পৃথিবী রঙহীন হয়ে যাবে। কোন কিছুতে হতাশ না হয়ে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। তিনি অবশ্যই আপনাকে এক নতুন পথের সন্ধান দেবেন।

#গল্পটাতে কিছু বানান ভুল থাকতে পারে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

[বি.দ্র: গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্যই হয়তো আমাকে অনুপ্রেরনা দেবে নতুন কিছু করার। আর হ্যাঁ গল্পটা যদি খুবই ভালো লেগে থাকে তাহলে আমাকে Follow করতে পারেন😊😊 ]

প্রিয়ন্ময়ী [Completed]Donde viven las historias. Descúbrelo ahora