৫ম পরিচ্ছেদ

693 23 0
                                    

ঐদিন কাউকে কিছু না বলেই আয়ানদের বাসা থেকে চলে এসেছিল প্রিয়ন্মময়ী। বাসায় এসে খুব কেঁদেছিল। আয়ান যখন ওকে বলল," আমি তোমার সাথে জাস্ট টাইম pass করেছি।" তখন প্রিয়ন্ময়ীর মনে হচ্ছিলো তার পৃথিবীটা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। এখন তার সবকিছুই রঙহীন মনে হয়। সবসময় ঘরের দরজা বন্ধ করে থাকে। নিয়মিত ইউনিভার্সিটিতেও যাওয়া হয় না। প্রিয়ন্ময়ীর বাবা মার বাগানের উজ্জ্বল ফুলটি আজ শুকিয়ে গিয়েছে। প্রিয়ন্ময়ীকে ওর মা যখনই কিছু জিজ্ঞেস করে তখনই ও মাকে জড়িয়ে ধরে কাঁদে।
ওর মা বাবা এর কারনটা শুনতে পায় প্রিয়ন্তির কাছ থেকে। মেয়েকে অনেক বুঝিয়েছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। প্রিয়ন্ময়ীর মা বাবা সিদ্ধান্ত নিলো প্রিয়ন্ময়ীকে নিয়ে কিছুদিনের জন্য কোথাও ঘুরে আসা যাক। তাহলে হয়তো ওর মন ভালো হবে।

প্রিয়ন্ময়ীর সবচেয়ে পছন্দের জায়গা হলো সিলেট। রাস্তার পাশে সারি সারি চা বাগান। পাহাড়ি ঝর্ণা। সব মিলিয়ে অসাধারণ এক প্রাকৃতিক লীলাভূমি। সিলেটের সবচেয়ে সুন্দর জায়গাটির নাম হলো জাফলং। প্রিয়ন্ময়ীর মা বাবা ডিসাইড করল তারা সেখানেই যাবে।

প্রিয়ন্ময়ী [Completed]Donde viven las historias. Descúbrelo ahora