#নেশা
লেখিকা : সৈয়দা রাইসা আবেদীন অহনা
পর্ব - ২
ফাওয়াদের এমন কথায় জারা কিছু না বলে মুচকি হাসতে থাকে কিছুই বলে না। এদিকে জারা আর ফাওয়াদ সেদিন ডিনার করে বাসায় চলে আসে। আর তারকয়েকদিন পর ফাওয়াদ আর জারার আম্মু আব্বুও বাসায় চলে আসে। ফাওয়াদ আর জারা যে যার কাজে ব্যাস্ত থাকে। এইরকম ব্যাস্ততার মধ্য দিয়ে এক সপ্তাহ কেটে যায় আর এদিকে সেই প্রজেক্ট সাইনও হয়ে যাওয়ায় অফিসে কাজের ব্যাস্ততা বেরে যায়। একদিন এক ইম্পর্ট্যান্ট মিটিং শেষ করে সেই মিটিং নিয়েই কথা বলতে বলতে জারা আর ফাওয়াদ দুইজনে ফাওয়াদের কেবিনে আসতে থাকে। ফাওয়াদ আর জারা দুইজনেই কেবিনে ডুকে দেখে যে ফাওয়াদের কেবিনে একজন মেয়ে বসে আছে। ফাওয়াদ আর জারা কেবিনে আসার পরে মেয়েটি তাদের দিকে তাকায় আর এদিকে মেয়েটিকে দেখে ফাওয়াদ আর জারা দুইজনেই অবাক হয়ে যায়। আর দুইজনেই একসাথে বলে উঠে,
ফাওয়াদ আর জারা - নাজাত!
নাজাত - ইয়েস ইটস মি।
বলেই নাজাত মুচকি হেসে এসে ফাওয়াদকে জরিয়ে ধরে আর তখনই ফাওয়াদ জিজ্ঞেস করে যে,
ফাওয়াদ - তুমি না কানাডা ছিলে কবে আসলে?
নাজাত - এইতো গতকাল রাতেই। (ফাওয়াদকে ছেড়ে দিয়ে এই কথাটি বলে)
এরপর জারা বলে যে,
জারা - যাক ভালোই হলো, তো কেমন আছো নাজাত?
নাজাত জারাকেও জরিয়ে ধরে বলে,
নাজাত - ভালো। তোমার অবস্থা কি?
জারা - অল গুড।
ফাওয়াদ - এক সেকেন্ড তুমি চলে আসলে মানে কি তোমার এল.এল.বি করা শেষ?
নাজাত - ইয়েস স্যার।
জারা - ওয়াও দ্যাটস আ গ্রেট নিউজ।
নাজাত - আব্বু তো বলছিলো যে ল' প্রাকটিস সেখান থেকেই করে আসি বাট আমি বললাম যে না আমি এখানেই করবো।
ফাওয়াদ - ভালোই হলো আমার বেস্ট ফ্রেন্ড+ গার্লফ্রেন্ড দুইজনেই ল্যয়ার।