#নেশা
লেখিকা : সৈয়দা রাইসা আবেদীন অহনা
পর্ব - ১৭
এদিকে জারা নিজের কেবিনে এসে নিজের ডেস্কের সামনে এসে ডেস্কে দুই হাত দিয়ে ভর দিয়ে দাড়িয়ে মাথা নিচু করে কিছু একটা ভাবতে থাকে এবং পরক্ষণেই মাথা উঁচু করে ফাওয়াদের কেবিনের দিকে এক স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে৷ এদিকে অফিসের কাজ শেষ হয়ে গেলে ফাওয়াদ অফিস থেকে বের হতে নিবে তখনই ফাওয়াদ আর জারার দেখা হয় আর তখনই তাদের শাহরিয়ারের বলা কথাটি মনে পড়ে যায় আর দুইজনেই কিছুটা অস্বস্তিত বোধ করে। তখনই ফাওয়াদ সেই অস্বস্তি কাটাতে বলে,
ফাওয়াদ - বাসায় যাচ্ছো?
জারা - হ্যাঁ। তুমি!
ফাওয়াদ - হ্যাঁ আমিও। ড্রপ করে দিবো কি?
জারা - না থাক লাগবে না আমি চলে যেতে পারবো।
বলেই জারা চলে আসে। এদিকে পরেরদিন সকাল সকাল ফাওয়াদের বাসায় জারা এসে ডোরবেল বাজাতেই ফাওয়াদের মা দরজা খুলে দিতেই জারাকে দেখে সে কিছুটা অবাক হয়ে যায় আর বলে,
ফাওয়াদের মা - আরে জারা! এতো সকাল সকাল এইখানে? সব ঠিক আছে তো?
জারা - হ্যাঁ সব ঠিক আছে। আমি ফাওয়াদের সাথে দেখা করতে এসেছিলাম একটা কাজে৷ ফাওয়াদ বাসায় আছে তো?
ফাওয়াদের মা - হ্যাঁ ফাওয়াদ বাসায়ই আছে। আসো এসে বসো।
এদিকে জারা বাসায় এসে বসতেই ফাওয়াদের খালামনির সাথে জারার দেখা হয়। তখন ফাওয়াদের মা জারাকে ফাওয়াদের খালার সাথে পরিচয় করিয়ে দেয়।
ফাওয়াদের মা - আপা এটাই জারা।
ফাওয়াদের খালা - ওহ।
ফাওয়াদের মা - জারা এটা ফাওয়াদের খালামনি। শাহরিয়ারের মা।
জারা - হ্যাঁ আন্টি আমি চিনতে পেরেছি। অনেক আগে একবার দেখা হয়েছিলো আপনাদের বাসাতেই। বাই দা ওয়ে আসসালামু আলাইকুম খালামনি। কেমন আছেন?
ফাওয়াদের খালামনি - ওয়ালাইকুম আসসালাম। এইতো ভালোই আছি। তুমি কেমন আছো?