১৬.তীক্ষ্ণজুনের বিবাহ(দ্বিতীয় পর্ব)

98 21 22
                                    

(Press the star button on the left bottom corner to vote T-T)

দেবীর মন ভাঙিবার দরূন তীক্ষ্ণজুন এবং শিশুমিন সমেত সেজিনপন্ডিতকে বাঁধিয়া রাখা হয়।সারারাত ধরিয়া দেবীর লোকজন সেজিনপন্ডিত এবং দুই রাজপুত্রকে গালাগাল দিতে থাকে।সকলেই বসিয়া আছে দেবীর দোর দেওয়া কক্ষের সমুখে।ভোররাতের পর লোকসমাগম কমিয়া গেলে এক বুড়ির মনে দয়া হয়,সে তাহাদের কোন অপরাধ না দেখিতে পাইয়া সকলের আড়ালে মুক্ত করিয়া দেয়।তাহাদের একটি ছোট্ট কক্ষে লইয়া গিয়া শুইবার ব্যবস্থা করিয়া দেয় এবং যাইবার পূর্বে কহিয়া যায় দেবীর খোঁজ পাইলেই তাহাদের জাগাইয়া দিবে সে।তীক্ষ্ণজুন তাহার পানে চাহিয়া কৃতজ্ঞতার হাসি হাসিয়া সম্মতি জানায়।বুড়ি সেজিনপন্ডিতকে আরেকটি কক্ষে শুইবার ব্যবস্থা করিয়া দিতে চলিয়া গেলেই তীক্ষ্ণজুন পেছন ফিরিয়া চাহে শিশুমিনের পানে।দেখে সে আগেই ঘুমাইয়া পড়িয়াছে।শিশুমিন কাঁদিতে কাঁদিতে তাহার ফোলা চক্ষু আরোও ফুলিয়া গেছে।ভাইয়ের গায়ে নিজের কোটখানি জড়াইয়া দিয়া মাথায় হাত বুলাইয়া দেয় তীক্ষ্ণজুন।"এ কেমন বিপদে ফেললিরে ভাই,"দীর্ঘশ্বাস ফেলে রাজপুত্র,"আমাদের সামনে যে কি আসিতে চলিয়াছে কিছুই বুঝিতেছিনা।"তাহার চোখে ঘুম নাই আর পালঙ্কেও তাহার ন্যায় বিশালদেহীর স্থান নাই।কক্ষে পায়চারী করিয়া তীক্ষ্ণজুন ভাবিতে থাকে দেবীর কি সিদ্ধান্ত হইতে পারে।ক্লান্ত হইয়া পড়ে শরীর।বিশ্রাম না লইয়া উপায় দেখিতে পারেনা সে।তাই আপাতত কিছুক্ষণের জন্যে হইলেও পালঙ্কের পাশে মাথা হেলিয়া বসে রাজপুত্র।নিদ্রা যাইতে না চাইলেও সীমিতক্ষণের মাঝেই সে নিদ্রা সাগরে তলাইয়া যায়।সূর্য তখন উঠি উঠি করিতেছে।

দেবীর মন ভাঙিবার দরূন তীক্ষ্ণজুন এবং শিশুমিন সমেত সেজিনপন্ডিতকে বাঁধিয়া রাখা হয়।সারারাত ধরিয়া দেবীর লোকজন সেজিনপন্ডিত এবং দুই রাজপুত্রকে গালাগাল দিতে থাকে।সকলেই বসিয়া আছে দেবীর দোর দেওয়া কক্ষের সমুখে।ভোররাতের পর লোকসমাগম কমিয়া গেলে এক বুড়ির মনে দয়...

К сожалению, это изображение не соответствует нашим правилам. Чтобы продолжить публикацию, пожалуйста, удалите изображение или загрузите другое.
তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Место, где живут истории. Откройте их для себя