What if Bang PD was a modern Bengali King who had seven chaotic as heck sons (AKA our members of Bangtan)who didn't act like normal princes?Will they get married and live normal princes' lives making Bang PD less regretful about his giving birth to...
পাখির কিচিরমিচির শোনা যাইতেছে।এই কাকডাকা ভোর হইতেই বড়চমক প্রাসাদে বড়ই সরগোল।তীক্ষ্ণজুন যে তাহার সিদ্ধান্ত জানাইবে!
কেবল রাজামশাই এবং তাহার তিন রানী বাদে সকলেই আগে ভাগে আসিয়া উপস্থিত হইয়াছে।সকলের নিকট মূল আকর্ষনের বিষয় তখন চিনিলাল এবং সূর্যসকের সন্তানেরা।তাহাদের লইয়া বাকিরাজপুত্রদের কি যে আনন্দ!
পদ্মাবতীর ঘুম তখনো ভাঙ্গে নাই।তাই তাহার সেইখানে উপস্থিত হইবার পূর্বে জান্হবী এবং মানিকরাজকে লইয়াই খেলা করিতে থাকে সকলে।ছোট্ট জান্হবী এত সরগোলে ঘাবড়ে গেলেও তাহার পিতা তাহার সহায় হয় এবং তাহাকে ওই ভীড়ের মধ্যে আগাইয়া লইয়া যায়।
¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.
বেচারা মানিকরাজও একই দশার মধ্য দিয়া যাইতেছিল।পিতার হাত ধরিয়া প্রাসাদে আগমন ঘটে তাহার।
¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.
আগমনের পর হইতেই সকলে তাহাকে কোলে লইবার জন্য ব্যাকুল হইয়া পড়িয়াছিল,কেবল তীক্ষ্ণজুন বাদে।তাহার ভয় ছিল।যদি কোল হইতে ফালাইয়া দেয়!যদি কোন ভাবে সে ব্যাথা পাইয়া যায়!এই ভাবনা গুলোই তাহাকে মানিকরাজ হইতে দূরে সড়াইয়া রাখিয়াছিল।তবে নিষ্পাপ শিশু ভাবিল,বাকি সকলেই তাহার ক্ষতি করিবার দরুন এমন করিতেছিল।তাই তাহার তীক্ষ্ণজুনকেই অধিক নিরাপদ মনে হইল।সে হাত বাড়াইয়া তীক্ষ্ণজুনের কোলে উঠিয়া বসিল।বাকি সকলেও তাহার আসেপাশে দাঁড়াইয়া Alert থাকিল,যাতে করিয়া মানিকরাজের কোনোরূপ ক্ষতি না হয়।