২১.তেতেসুরের হারাইয়া যাওয়া(তৃতীয় পর্ব)

57 15 68
                                    

"ভোর হইতে বেশি দেরী নাই,আমার সময় তাই খুবই কম।"

"ভোর হইতে বেশি দেরী নাই,আমার সময় তাই খুবই কম।"

"ভোর হইতে বেশি দেরী নাই,আমার সময় তাই খুবই কম।"

"ভোর হইতে বেশি দেরী নাই,আমার সময় তাই খুবই...."

আচমকা চোখ খুলে যায় রাজপুত্রের।মাথা প্রচন্ড ভার।নিশ্চিত ভাবে তাহারে কিছু খাওয়াইয়া অজ্ঞান করিয়াছে তাহারা।ভাবিয়াই শিউরে ওঠে রাজপুত্র।কি করিতে চায় হাতারা তার সাথে?

সূর্য উঠি উঠি করিতেছে।তানিচরণকে দ্রুত খুঁজিয়া পাইলে তাহাকে লইয়া সে পালাইয়া যাইবে।

"কেহ কি আমায় ডাকিতেছিল?নাকি আমারই মনের ভুল?"বসে মাথা কাত করিয়া ভাবে সে,"আর যতদুর মনে পরে আমায় তাহারা বাঁধিয়া রাখিয়াছিল,বাঁধন খুলিয়া দিল কে?কে যানে!আমার এখন প্রয়োজন তানিকে খোঁজা,তাহাকে দেখিতে পাইতেছিনা আসে পাশে,"উঠিয়া দাঁড়ায় তেতেসুর।

ঘুমন্ত প্রহরীদের পাশ কাটিয়া তাঁবু হইতে বাহির হয় তেতেসুর।চাপা গলায় সে হাঁক ছাড়ে,"...তানিইইই!ওওও তানিচরণ!তানিইইইই?!"

ঝোঁপের ভেতর হইতে আওয়াজ আসে।"সেখানেই হবে তানি....তানিইইই!কি করছিস ওখ...আপনি কে?"থমকাইয়া যায় রাজপুত্র।

তানিচরণের পাশে বসা এক অপরূপ রমণী বসা,হাতে জলের পাত্র এবং পাশে কিছু ফল।

সাধারণ রমণী হইতে ইহার একটাই পার্থক্য,ইহার পিঠে পাখির ন্যায় দুখানা ডানা রয়েছে।

তাহাকে দেখিয়াই চমকাইয়া যায় রমণী।ডানা ঝাঁপটাইয়া উঠিয়া দাঁড়ায় সে।

গোঁধূলীর আলো ইহার দেহে মুক্তদানার মতন জ্বলজ্বল করিতেছে।

তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now