২৬.ট্রান্সিলভানপুর হইতে শোউলগড় যাত্রা(দ্বিতীয় পর্ব)

50 12 26
                                    

*This chapter won't relate to the main story that much,just felt like updating it.If you want you can skip this chapter and continue from the next update.Happy reading!*

লালিসার হো হো হাসি বাহিরের বিস্ফোরণের শব্দের সহিত মিলিয়া যাইতেছিল।

"ভীত হইবার কিছুই নেই!বিজয় আমাদেরই হইবে!"রাজসভার সকলকে শান্ত করার উদ্দেশ্যে কহে চিনিলাল,"সেনাপতি অর্জুন!তুমি সৈন্যসমেত আগাইয়া যাও,আমি আসিতেছি!""আজ্ঞে!!"আর ইহাকে আটক করিবার পর প্রাসাদের সকলকে নিরাপত্তা দিতে গুপ্ত ঘরে লইয়া যাও সহ সেনাপতি কাই!"লালিসাকে ইশারা করিয়া আদেশ করে সে।"আজ্ঞে যাহাপনা,"দ্রুত bow করিয়া বেড়ি হস্তে লালিসার পানে আগাইয়া যায় কাই

"খবরদার যদি আমায় ধরিয়াছিস!নোংরা রক্তের মনিষ্যির ছা কোথাকার!"সাপের ন্যায় ফোস করিয়া ওঠে লালিসা,"প্রতারক!খুব তো কথা দিয়াছিলি আমার দিদির সহিত ঘর বাঁধিবার!কোথায় রহিল সেই কথার মূল্য?অবশেষে তাহাদেরই সেবা করিতেছেছিস যাহারা তোর বাপ মা খাইয়াছে!"

থমকাইয়া যায় কাই।ভাসিয়া উঠিতে থাকে চোখের সমুখে সব স্মৃতি।হ্যাঁ,এটি সত্যি যে তাহার পিতামাতা প্রাক্তন রাজার হস্তে খুন হইয়াছিল।দিদির খোঁজ না পাইলেও পালাইয়া বাঁচে সে।ভেতরে প্রচন্ড প্রতিশোধ স্পৃহা জাগিলেও ইহার ভুল শেষমেষ ভাঙ্গে।

শক্ত মুখে সে কহে,"কর্তব্য কর্তব্যই"

তাহার পিতামাতার মৃত্যুর বহুকাল পর কিছু ভীনদেশী ভ্যাম্পায়ারের আক্রমনের শিকার হয় কাই।তাহাদের পরিচয় না পাইলেও উদ্দেশ্য ঠাহর করিয়া শিহরিত হয় কাই।বিক্র‍য় করিয়া দিবে তাহাকে,এমনটাই শুনিয়াছিল সে।দেবপ্রদত্ত হওয়ায় বাজারে এমন জীবের কদর অনেক বৈকি।পিতা ভ্যাম্পায়ার এবং মাতা মনিষ্যি হইলেও কাই এবং তাহার দিদি পুরোপুরি মানুষ হইয়াছিল..তবে যজ্ঞ করিয়া ইহাদের ভেতরের সুপ্ত ভ্যাম্পায়ারত্ব প্রকাশ করিবার সুযোগও ছিল তখন,কিন্তু সে নিজেও জানিতোনা তাহার পিতা যে মানুষ নয়!আর পাঁচ দশটা ছেলের ন্যায়ই বাড়িয়া উঠিয়াছিল সে এবং তাহার বোন।

ইহাকে বিক্র‍য় করিবার দরূন যখন আঁটক করা হইয়াছিল,সেই সময় ইহা প্রথমবারের ন্যায় জানিতে পারে ইহার পিতার আসল পরিচয় এবং কি কাজে তাহার পিতামাতা জরিত ছিল।

তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Donde viven las historias. Descúbrelo ahora