"আহারে,Dumpling লইয়া সেদিন কি ঝগড়াটাই না করিয়াছিলাম মিনির সনে,"দীর্ঘশ্বাস ফেলিয়া কহে তেতেসুর,"পরেই খাইতাম নাহয় তাহার কথা শুনিয়া.."
হাত পা মেলিয়া পালঙ্কে চিৎ হইয়া শুইয়া আছে এলিয়েনপুত্র তেতেসুর।তাহার Soulmate শিশুমিনের অনুপস্থিতি সে হাঁড়ে হাঁড়ে টের পাইতেছে।কয়েকটি মাস যাবৎ দেখে নাই সে তাহাকে,যদিও facetime এ কথা হয় রোজই।সূর্যসক এবং চিনিলাল নিজদেশে ফিরিয়া গেছে কিছুদিন আগে।বিবাহের পর তীক্ষ্ণজুন চন্দ্রপুর রহিয়া গেছে শিশুমিনের সহিত।শোউলগড়েও আসিয়াছে কিছু বদল।মহারাজ এবং তাহার তিন রানীর Lifestyle আগের মতন থাকিলেও একই নেই সকজ্বীনের জীবন।সে আর রাজকোষের রক্ষক নয়,সেনাপতির দায়িত্ব দেয়া হইয়াছে তাহাকে।তাহার কাঁধে তাই বিশাল ভার।রোজ সকালে সৈন্যদের নিয়া নিজেই প্রশিক্ষণের ব্যবস্থা করিয়াছে সে।গোলাপিবানু তাই রাজকোষের দেখাশোনা করিয়া থাকে।তাহাদের একমাত্র কন্যা জাহ্নবীকেও লেখাপড়া করিরাব জন্য দূর দেশে পাঠাইয়া দেওয়া হইয়াছে।বাকি থাকিল জুংগুবর।সে তো এখন Thighs এবং biceps বানাইতে ব্যস্ত। তেতেসুরকে দেবার মতন সময় তাই কাহারো নাই।অলস বসিয়া তাই তাহার মাথায় ঘুড়ি হইয়া উড়িতেছে নানান রকমের চিন্তা ভাবনা।সময় আর কাঁটিতেছে না তাহার,শিশুমিন কে ছাড়া তাহার চলেই না!
সৎভাই হোক,তবুও পিঠোপিঠি ভাই বলিয়া তাহার সহিত শিশুমিনের সখ্যতা ছিল খুউব।বেশি না,তাহার হইতে কেবল দেড় মাসের বড় শিশুমিন।আর ছোটরানীও মা ছাড়া এই শিশুর প্রতি বিশেষ নজর দিতেন।বুদ্ধিমতি ছোটরানী তাহার নিজের ছেলেদের মতন করিয়াই দেখাশোনা করিয়াছেন তেতেসুরের।তাই বাকি দুই রানীর তুলনায় তেতেসুরের এক বিশেষ টান ছিল তাহার ছোটমায়ের প্রতি।বাকি দু'রানী তাহাকে স্নেহ করিলেও দিবারাত্রি শিশুমিনের নিকট পড়িয়া থাকায় ছোটরানীর সানিধ্য ইহা বেশি পাইয়াছে।
"আহ্,Baby Mochi,"আবারো দীর্ঘশ্বাস ফেলে তেতেসুর,"কবে আসবিরে..আর ভালো লাগিতেছে না।একটিবার ফিরিয়া আয়,আর কোনদিনো Pabo ডাকিব না.."
দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস ফেলিতে থাকে তেতেসুর।হঠাৎ করিয়া তাহার চক্ষু জ্বলিয়া ওঠে।আনন্দের ঝিলিক দিয়া ধরফর করিয়া উঠিয়া বসে তেতেসুর।
![](https://img.wattpad.com/cover/211996388-288-k807886.jpg)
YOU ARE READING
তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]
FanfictionWhat if Bang PD was a modern Bengali King who had seven chaotic as heck sons (AKA our members of Bangtan)who didn't act like normal princes?Will they get married and live normal princes' lives making Bang PD less regretful about his giving birth to...