২৫.তেতেসুরের হারাইয়া যাওয়া(ষষ্ঠ পর্ব)

48 9 24
                                    

"এইযে!এইযে থামো!এই রমনী!"তেতেসুর অপ্সরীর দৃষ্টি আকর্ষণ করিবার আশায় ফিসফিসাইয়া হাক ছাড়িতে থাকে,"একবারটি কহ যে কোথায় লইয়া যাইতেছ!"

"চলুন সেথায় কথা বলি,"খনিকের জন্য অপ্সরী থামিয়া এক গুহা দেখায়,"আপনি পাইবেন আপনার সকল প্রশ্নের উত্-""কিইইইইইই!"চোখমুখ বড় করিয়া মাছের ন্যায় খাবি খায় তেতেসুর।শরীরের সমুদয় শক্তি একত্র করিয়া আচমকা হাত ছাড়াইয়া নেয় সে।আংশিক বিরক্ত হইয়া পেছনে ফেরে অপ্সরী।হাতের কব্জিখানা অন্য হাতে সংরক্ষণ করিয়া রমনীর তীক্ষ্ণ চাহুনী এড়ায় তেতেসুর।কহে,"আমায় একা পাইয়া তুমি কি করিতে চাও?হ্যাঁ?কিছু বুঝিনা ভাবিয়াছ?আমিও K-drama দেখি..আর খুব ভালো করিয়াই জানি এরপর কি হয়-"চক্ষু বুজিয়া শিহরিত হয় সে।Flashback শেষ হইবার পর অপ্সরীকে হাত সটান করিয়া,"No"কহিয়া দেয়।

"কি যাতা কহিতেছেন আপনি?আর কেড-রামা আবার কি?কোন অস্ত্র?"বিরক্তির মাঝেও বিভ্রান্ত দেখায় তাহাকে।এবার জাংশুক  হইবার পালা তেতেসুরের।গালের লালিমা একটু কাটিয়া যাইতে সে অপ্সরীকে জিজ্ঞেস করে,"তুমি K-drama দেখ না?""না তো,উহা কি?"মাথা কাত করিয়া ভাবিতে থাকে স...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

"কি যাতা কহিতেছেন আপনি?আর কেড-রামা আবার কি?কোন অস্ত্র?"বিরক্তির মাঝেও বিভ্রান্ত দেখায় তাহাকে।এবার জাংশুক  হইবার পালা তেতেসুরের।গালের লালিমা একটু কাটিয়া যাইতে সে অপ্সরীকে জিজ্ঞেস করে,"তুমি K-drama দেখ না?""না তো,উহা কি?"মাথা কাত করিয়া ভাবিতে থাকে সে।রমনী K-drama দেখেনা ভাবিয়া শান্তির শ্বাস ফেলে তেতেসুর।"আচ্ছা আর ভাবিতে হইবেনা,"রমনীর হাতখানা নিজেই ধরিয়া হাঁটা দেয় সে।অতঃপর রহস্যজনক ভাবে হাসিয়া কহে,"চল,কথা বলা যাক।"

------------------------------------------------

"মধ্যরাজপুত্র তীক্ষ্ণজুন এবং পঞ্চম রাজপুত্র শিশুমিইইইইইইইইন---সবাই সাাাাবধাাাান!"

প্রায় ১২ মাস পর বড়চমক ফটক অতিক্রম করিলো তীক্ষ্ণজুন এবং শিশুমিন।আবেগপ্রবণ হইয়া ছোটজন আর চোখের পানি আটকাইতে পারিলনা।হাউমাউ করিয়া কাঁদিতে লাগিল সে।"কাঁদছিস কেন বোকা ছেলে!আমরা তো চলেই এলাম,"ভাইয়ের কাঁধে হাত দিয়া কহে তীক্ষ্ণজুন।"না অনেকদিন পর এলামতো,হালকা আবেগপ্রবণ হইয়া গিয়াছিলাম আরকি,"নাক টানিয়া অশ্রু মোছে শিশুমিন।

তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now