#দ্যা_রঙ_নাম্বার_কেবিন
লেখা #AbiarMaria#৩
রাইমা ভয়ার্ত দৃষ্টি দেখে আরহাম দাঁত বের করে হাসছে। রাইমার এই দৃশ্য দেখে মনে হচ্ছে, আরহামের উপরের দুই দিকের চার নাম্বার দাঁতটা অস্বাভাবিক রকম চোখা, ঠিক যেন ভ্যাম্পায়ার। এখনই কি এই লোক ওর গলায় দাঁত ফুটিয়ে রক্ত খাবে?! ভয়ে রাইমার মাথায় আরও যত উল্টোপাল্টা জিনিস ঘুরছে।
ওদিকে আরহামের পেট ফেটে হাসি আসছে। সে হাসতে হাসতে ভাবছে, এই মেয়ের কত রকম চেহারা দেখা হলো আজকে এক রাতে! সলজ্জিত, দুষ্টু, হাসতে হাসতে লুটুপুটি খাওয়া, ভীত চেহারা! নাহ, সব চেহারাই সমানভাবে আকর্ষণীয়। ও ভাবছে, মেয়েটাকে সত্যি সত্যি নিজের বউ করে পাওয়া গেলে দিন রাত জ্বালিয়ে মারা যেত। ওর মুখশ্রী দেখে মনে হচ্ছে, এই রূপ আজীবন দেখে যেতে পারবে, কখনো পুরোনো হবে না। তবে রাইমা সত্যিই ভয় পেয়ে গেছে। আচ্ছা, যদি আবার ও আরহামকে সামির অন্যান্য ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে? ও যদি ধরা পড়ে? তখন তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আজ রাতের স্মৃতিটাও মাটি হয়ে যাবে। নাহ, সব পন্ড হতে দেয়া যাবে না। আরহাম উঠে রাইমার দিকে এগিয়ে আসতেই রাইমা চিৎকার করে ওঠে। তোতলাতে তোতলাতে বলে,
"খ খ খ খবরদার, এক পাও আসবেন না! আপনি কে বলেন? মা মা মানুষ? নাকি ভূ ভূ ভূত?!"আরহাম এবার আর হাসি চাপাতে পারলো না। হো হো করে ট্রেনের ঝকঝক শব্দ ছাপিয়ে হেসে উঠল। রাইমা নিজের ব্যাগ বুকে চেপে ধরে বসে আছে। পাংশু মুখে আরহামের দিকে চেয়ে আছে। মনে ওর মানুষ আর ভূত, দুইয়ের ভয় ঢুকে এক হয়ে গেছে। আরহাম একটু সামনের দিকে নিজের হাত এগিয়ে দিল।
"হাত ছুঁয়ে দেখো, আমি সত্যি, অলীক নই যে ছুঁয়ে দিলেই উবে যাবো!"
রাইমা আতঙ্ক নিয়ে এখনো চেয়ে আছে। আরহাম হাত আরেকটু এগিয়ে দিতে সে সিটের সাথে আরও সেঁটে বসলো।
"শুনেন, আমি জানি জ্বীনরা মানুষের রূপ ধরলে তখন তাদেরকে ছোঁয়া যায়!"
"তাই? তো জ্বীনরা বুঝি মানুষের সাথে কফি শেয়ার করে? ঝাল মটর ব্যাগে করে ঘোরে?"
রাইমা কিছুটা দমে গেল। আরহাম হাসতে হাসতে বলল,
"তোমাকে বোকা বানানো সহজ কেন মেয়ে? যে কেউ তো তোমায় এক হাটে কিনে আরেক হাটে বেচে দেবে!"
"আপনি কি আমাকে অপমান করছেন? দেখেন, আমি জানি আমি বোকা। কিন্তু অন্তত পক্ষে কাউকে বোকা তো বানাই না!"
"কিন্তু বোকা তো হচ্ছো! আজকালকার যুগে বোকা হওয়াটাও কিন্তু একটা অপরাধ!"

YOU ARE READING
দ্যা রঙ নাম্বার কেবিন
Romanceরাইমা হবু বর ভেবে এক অপরিচিত পুরুষের কেবিনে ঢুকে পড়ল যার সাথে কাটিয়ে দিল ট্রেনে পুরো একটা রাত! কি হয়েছিল সে রাতে? তারপর? সেই ভুল কেবিনে বসে কাটানো রাতের প্রভাব কেমন ছিল? কি করেছিল রাইমা যখন জানতে পেলো তার স্বপ্নপুরুষ আসলে তার হবু বর নয়? আর সেই ভুল...