#দ্যা_রঙ_নাম্বার_কেবিন
লেখা #AbiarMaria#৯
খুব ভোরে রাইমার শরীরে ঝাঁকি দিয়ে ঘুম ভাঙলো, মনে হলো কে যেন ওকে ধাক্কা দিল। চোখ খুলে দেখল, যাইমা পাশেই বেঘোরে ঘুমুচ্ছে। শরীরটা কয়েকদিন ধরে কেবল খারাপই যাচ্ছে। রাইমা উঠে বসল। আকাশ থেকে নীলচে আলো ঠিকরে বেরিয়ে চারপাশে নীলের রাজ্য বিস্তার করেছে। কিছু পর হয়ত কুয়াশা ভেদ করে কিছু সোনালী রঙ ছড়িয়ে পড়বে, তবু ঠান্ডাটা কাটবে না। শীতের সকালে যতই ঘুম ভাঙুক, বিছানা ছাড়তে ইচ্ছে হয় না। রাইমা নিজের শরীর টেনে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। ওযু করে নামায পড়তে হবে, মন বড় বিক্ষিপ্ত হয়ে আছে। নামায পড়া নিয়মিত হলেও ইদানীং সব এলোমেলো হয়ে যাচ্ছে। যায়নামাযে বসে নামাযে আল্লাহর দিকে মনোযোগ দিতে পারছে না, শুধু মনে আসছে সামির কথা। এই লোকটাকে মেনে নিতে হবে? সামির অনেক ব্যাপার ওর খারাপ লাগছে, কিন্তু সেসব মেলাতে পারছে না, বলতেও পারছে না কাউকে। ব্যাপারটা কি এমন যে, ট্রেনের ঘটনার আগে সে আবেগ তাড়িত ছিল তাই সামির সমস্যাগুলোকে সমস্যা মনে হয়নি? যেহেতু ওর আবেগ অন্য আরেকজনের প্রতি কাজ করছে, তাই ভালোদিকের বদলে কেবল চরিত্রের খারাপ দিক গুলোই চোখে পড়ছে? নাকি ও বাড়াবাড়ি করছে? ও কি সামির সাথে প্রতারণা করছে না? মনে একজন, আর বর হিসেবে পাশে আরেকজনকে বসানো কি প্রতারণা না? নাকি ও যা ভাবছে, তা ঠিক? এখানও সময় আছে, বিয়ে তো হয়নি। একবার বিয়ে হয়ে গেলে তখন আর কোনো উপায় থাকবে না, অন্তত আমাদের সমাজে সর্বোচ্চ চেষ্টা করা হয় বিয়ে টিকিয়ে রাখার জন্য। রাইমা বিক্ষিপ্ত মন নিয়ে নামায পড়ল, কিন্তু কি পড়েছে, কিছুই বুঝতে পারছে না। নিজেকে স্বার্থপর, আত্মকেন্দ্রিক মনে হচ্ছে। নামায শেষে দু হাত তুলে আল্লাহর কাছে এটুকু চাইলো, যেন ওর জন্য যা মঙ্গল, তাইই হয়, আর যা অমঙ্গল তা সরে যায়।
দুয়া করতে করতে ওর কান্না চলে এসেছে। এ কেমন দোটানায় পড়ল? ভাগ্য ওকে এ কেমন দোটানায় ফেলল? মনের যে ঘরে কখনো কারো অনুপ্রবেশ ঘটেনি, সেখানে ওর অজান্তে সব অনুভূতি চুরি হয়ে গেছে। এখন সে শূন্য। চিন্তা করতে করতে ওর মাথা ব্যথা ধরে গেছে। আল্লাহর সিদ্ধান্তের উপর সবটা ছেড়ে দিয়ে জায়নামাজেই সে ঘুমিয়ে পড়লো। সকাল সাড়ে দশটার দিকে ওর মায়ের ধাক্কায় ঘুম ভাঙলো।

DU LIEST GERADE
দ্যা রঙ নাম্বার কেবিন
Romantikরাইমা হবু বর ভেবে এক অপরিচিত পুরুষের কেবিনে ঢুকে পড়ল যার সাথে কাটিয়ে দিল ট্রেনে পুরো একটা রাত! কি হয়েছিল সে রাতে? তারপর? সেই ভুল কেবিনে বসে কাটানো রাতের প্রভাব কেমন ছিল? কি করেছিল রাইমা যখন জানতে পেলো তার স্বপ্নপুরুষ আসলে তার হবু বর নয়? আর সেই ভুল...