725 42 3
                                    

#দ্যা_রঙ_নাম্বার_কেবিন
লেখা #AbiarMaria

#৫

গত এক ঘন্টা ধরে রাইমা কেঁদে যাচ্ছে। ওর বেহাল দশা দেখে যাইমা ওকে চাচার বাড়ির ছাদে নিয়ে এসেছে। এখানে তেমন কেউ আসে না, তার উপর বেশিরভাগ সময় ছাদে তালা দেয়া থাকে। যাইমা ছাদে উঠে আবার দরজা লাগিয়ে দিয়েছে। এর মাঝে সামি বেশ কয়েকবার রাইমার নাম্বারে কল করেছিল। রাইমা সামির কল দেখে আরও আতঙ্কিত হয়ে পড়ায় যাইমা শেষে ফোন রিসিভ করা জানায়, ওর বোনের শরীর হুট করে খারাপ করেছে। এখন আর কেউ ওকে যেতে দেবে না।

এদিকে রাইমে ছাদে উঠেই হু হু করে কেঁদে উঠেছে। কাঁদতে কাঁদতে নাকের আগা আর চোখ লাল করে রেলিঙে হেলান দিয়ে মাটিতে বসে পড়েছে। দুবোনের ব্যাগে যত টিসু ছিল, সব নাকের পানি মুছে শেষ করে এখন নাকের পানি গুলো ছাদের মাটিতে ফেলছে। যাইমার বোনের অবস্থা দেখে রাগে ধরে পিটাতে মন চাচ্ছে। বড় বোনের এমন অনেক ইমোশনাল ব্রেকডাউনের সাক্ষী সে। অথচ অন্যান্য সময় সান্ত্বনা দিলেও এবার রাগ লাগছে। একটা মানুষ কোন পর্যায়ের বোকা হলে এক অপরিচিত লোকের সাথে সারারাত এক কামড়ায় কাটিয়ে আসে? আর সে কোন পর্যায়ের বোকা হলে সারারাতে একবারও বুঝতে পারে না যে এটা অন্য মানুষ? কোমরে হাত রেখে সে বলল,

"আমি যে তোকে এতবার বললাম ছেলের ছবি দেখ, দেখলি না কেন?"
"আমি কি করে বলব? আমি কি জানি আমি আরেক লোকের কেবিনে ঢুকে যাবো?"
রাইমা নাকি গলায় উত্তর দিল।
"তুই কি কেবিন নাম্বারটাও মনে রাখতে পারলি না?"
রাইমা উ উ উ করে কাঁদছে। যাইমা বিরক্ত হয়ে গেছে।
"তোর এসব ন্যাকা কান্না বন্ধ কর তো!"
"তুইও আমার সাথে এমন করতেছিস?"
"তো কি করব? আচ্ছা, রাতে কি একবারও তার কোনো কথায় সন্দেহ হয়নি তোর?"
রাইমা কিছুটা থেমে ভাবলো।
"হয়েছিল একবার। সে বলেছিল, সে তো ভূতও হতে পারে। আবার অন্য কোনো মানুষও হতে পারে!"
"তখন তুই কি করছিস?"
"আমি তাকে ভূত ভেবে বসেছিলাম"
"গাধা!"
"না, না। আমি ফোন দেখেছিলাম, ফোন বন্ধ হয়ে গিয়েছিল। এজন্য কল করে নিশ্চিত হতে পারিনি। কিন্তু আমার মাথায় এটা এসছিল, সত্যি"
"উফ, কি লাভ হয়েছে তাতে? সেই তো তোর ভুলের জন্যই ফোন বন্ধ ছিল! আজকে ফোনের যত্ন নিলে এই অবস্থা থেকে বেঁচে যেতি তুই! জিজুকে কি তুই ট্রেনে উঠেও কল দিস নাই?"
"দিয়েছিলাম তো। ওর ফোনে কল যাচ্ছিল না, নেটওয়ার্ক জ্যাম দেখাচ্ছিল"
"কপাল তোর! এখন কি করবি?"
"আমি জানি না। শুধু এটুকু জানি, সামিকে আমি বিয়ে করতে পারব না, মানতে পারব না"

দ্যা রঙ নাম্বার কেবিনOnde histórias criam vida. Descubra agora