#দ্যা_রঙ_নাম্বার_কেবিন
লেখা #AbiarMaria#৮
রাইমার বিস্ফোরণেও আরহাম এতটুকু বিচলিত হলো না, বরং হাসিমুখে চেয়ে আছে ওর দিকে। রাইমা কোমরে হাত রেখে যথাসম্ভব কন্ঠ নামিয়ে প্রশ্ন করল,
"আপনি কেন আমার সাথে মিথ্যে বললেন? কেন আমাকে এভাবে কষ্ট দিলেন বলেন তো? কেন? আমার কি দোষ ছিল?"
আরহাম পায়ের ভর এক পা থেকে আরেক পায়ে সরাল। মুখটা ছুঁচালো করে জবাব দিল,
"আমি যদি এখন আপনাকে কারণটা বলি, তাহলে মনে হবে একটা বাজে অযুহাত দেখাচ্ছি। আবার যদি না বলি, আপনি রেগে যাবেন রেগে গিয়ে উত্তরটা নিজের মত করে ধরে নেবেন। কি করে সমস্যায় পড়লাম বলুন তো!"
"অত ভণিতা না করে সরাসরি সত্যটা বলুন!"
"আপনি কি নিশ্চিত যে সত্যটা জানতে চান?"
"আপনার কাছে তো পুরো একটা রাত ভরে মিথ্যেই শুনলাম! আর কত মিথ্যে শুনব? দয়া করে সত্যটা বলুন। আমি জানতে চাই আমার সাথে প্রতারণা কেন করলেন? কেন আমাকে বললেন না যে আমি ভুল কেবিনে ঢুকে বসে আছি? কেন বললেন না যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়নি? কেন? কেন??!"আরহাম ভেসিনের স্লাবে হেলান দিল। রাইমার দিকে ফিরে বলল,
"আমি প্রথমে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি এত কথা বলছিলেন যে বলতে পারিনি। তারপর হুট করে আমার মাঝে কি যেন হয়ে গেল, আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেলাম! হুট করে মনে হলো, আমি মাত্র কয়েক ঘন্টা পাবো আপনার সঙ্গ, তারপর আপনি অন্য কারো হয়ে যাবেন চিরদিনের জন্য। আমি চাইলে এই কয়েক ঘন্টার জন্যই আপনি আমার হবেন, আমার সাথে আপনার আবেগ অনুভূতি ভাগ করে নেবেন। আর নাহলে আমি এই কয়েক ঘন্টাও আপনাকে পাবো না। হুট করে মনে হলো, আমাকে জীবন একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে যাচ্ছে, আমি কেন সেটা গ্রহণ করব না? অনেকেই আমার জীবনে এসেছে, কিন্তু চলে যাওয়ার সময় আমাকে শেষ করে দিয়ে গেছে। এদের চলে যাওয়া আমি মানতে পারিনি। অথচ আপনাকে দেখার পর থেকেই জানতাম আপনাকে আমি পাবো না, তবুও যে সময়টা কাটিয়েছি, এ পর্যন্ত আমার জীবনের অন্যতম বেস্ট সময়। থ্যাংকস আপনাকে"রাইমার রাগ উঠল। দাঁতে দাঁত পিষে সে বলল,
"কেবল নিজের সুখের জন্য, নিজের কথা চিন্তা করে আপনি এই কাজটা করলেন? একবারও কি আমার দিকটা ভেবেছেন যে আমি জানার পর কেমন অনুভব করব?"
YOU ARE READING
দ্যা রঙ নাম্বার কেবিন
Romanceরাইমা হবু বর ভেবে এক অপরিচিত পুরুষের কেবিনে ঢুকে পড়ল যার সাথে কাটিয়ে দিল ট্রেনে পুরো একটা রাত! কি হয়েছিল সে রাতে? তারপর? সেই ভুল কেবিনে বসে কাটানো রাতের প্রভাব কেমন ছিল? কি করেছিল রাইমা যখন জানতে পেলো তার স্বপ্নপুরুষ আসলে তার হবু বর নয়? আর সেই ভুল...