গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী
নদী যদি বাইতে পারি
সাদা পাল উড়াইতে পারি
ভ্রমর কালো নদী
নদীতে তুফান উঠিলে
তরী যদি না সেচিলে
অঘটনেও রাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজিএকবার আমি গিয়ে ছিলাম পাহাড়ি অঞ্চল
পাহাড়ি কন্যারে তোর দুটো ছল ছল
একবার আমি গিয়ে ছিলাম পাহাড়ি অঞ্চল
পাহাড়ি কন্যারে তোর দুটো ছল ছলজল কেন চোখে জল
বল মেয়ে তুই বল
জল কেন চোখে জল
চঞ্চল মেয়ে তুই বলওহও তোমায় আমি পাইতে পারি বাজি
ওহও তোমায় আমি পাইতে পারি বাজিহে তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজিআবার আমি গিয়ে ছিলাম নীল সাগরের জল
সাগরের কন্যারই মন পায়নি সে অতল
আবার আমি গিয়ে ছিলাম নীল সাগরের জল
সাগরের কন্যারই মন পায়নি সে অতলজল কেন চোখে জল
বল মেয়ে তুই বল
জল কেন চোখে জল
বল মেয়ে তুই বলওহও তোমায় আমি পাইতে পারি বাজি
ওহও তোমায় আমি পাইতে পারি বাজিহে তোমায় আমি পাইতে পারি বাজি
ESTÁS LEYENDO
রসিকের আত্তার খোরাক। গানই জ্ঞান।
Poesíaশুধুমাত্র রসিক মানুষদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। রসিক না হলে পড়বেন না। মানে না বুঝলে পড়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। বই পড়ে সময় নষ্ট করার পক্ষে নই তাই অল্প কথায়ই গল্প কই।