আমি তোমার কাছে দু'ইঞ্চি সুখ চাই

12 0 0
                                    

4:58

আমার ডাইনে দুঃখ, বায়ে দুঃখ

সামনে দুঃখ,পেছনে দুঃখ,

দুঃখ ছাড়া আমার কিছু নাই,

আমি তোমার কাছে দু'ইঞ্চি সুখ চাই

আমার আকাশে কষ্ট, মাটিতে কষ্ট

সাগরে কষ্ট, পাহাড়ে কষ্ট,

কষ্টে কষ্টে জীবন নষ্ট তাই,

আমি তোমার কাছে দু'ইঞ্চি সুখ চাই।

ইট-কাঠ-পাথরের আমার এ শহর

সবকিছু কেড়ে দিয়ে করে দিল পর।বিষাদের যন্ত্রণায় খাঁ খাঁ করে বুক

হৃদয়ের পিঠে পরে স্মৃতির চাবুক।ভাগ্যের সাপলুডু খেলা জঞ্জাল

কষ্ট ছোবলে আমি বেহুঁশ মাতাল।বিধাতার খেয়ালি খেলা চলমান

কারো বুকে বাগিচা, কারো বিরান।প্রানহীন এ শহরে ভালবাসা নাই,

তাই তোমার কাছে দু'ইঞ্চি সুখ চাই

বহুদিনের বহু আশার তারাজ্বলা রাত

তোমাকে না পেয়ে আজও হলোনা প্রভাত

কতকথা মনে আসে মনেই রয়ে যায়

জমা কথাগুলো বলা হলোনা তোমায়।জোনাকির গায়ে জ্বলে ভালোবাসা দ্বীপ

বহুদিনের ইচ্ছে তোমায় পরাবো সে টিপ

জ্যোৎস্নার মায়াজলে ভিজবো তুমুল

ধুয়ে যাবে সব ব্যাথা দুঃখ ও ভুল

বেশি কিছু চাইতে বড় ভয় পাই,

তাই তোমার কাছে দু'ইঞ্চি সুখ চাই।।

কথা,সুর ও কন্ঠঃ- প্রিতম আহমেদ।

রসিকের আত্তার খোরাক। গানই জ্ঞান।Onde histórias criam vida. Descubra agora