হঠাৎ আকাশ টুকরো টুকরো কিছু বৃষ্টি
গোমড়া আকাশ হঠাৎ আমার মত হ্যাংলা
গোলপার্ক ভরা ভিজে রাধাচূড়া
হলদে রাস্তা ঝাপসা আমাকে সামলা
ভিজে বিকেল তোরই মত আমায় ডাকছে
মোবাইল ফোন মেমোরি তোর নাম্বার
বাজছে বাজছে বেজেই চলে সারাক্ষণ
মোবাইল ফোন মেমোরি তোর নাম্বার
বাজছে বাজছে বেজেই চলে সারাক্ষণ
একলা বড্ড একলা লাগছে এখন
তোর কি ফোন খারাপ
আমার মন খারাপ
তোর কি ফোন খারাপ
আমার মন খারাপ
তোর কি ফোন খারাপ
লেকের ধারে রেলিং-এ বসে ঝোড়ো কাক
ডাকছে কা কা কা কা নাকি প্রেমিকা
উপচে পড়ছে বৃষ্টি ঠিক তোর মত
কি করবো আমি কাকের মতই থতমথ
বারবার কতবার তোর নাম্বার
বাজছে বাজছে বেজেই চলে সারাক্ষণ
বারবার কতবার তোর নাম্বার
বাজছে বাজছে বেজেই চলে সারাক্ষণ
একলা বড্ড একলা লাগছে এখন
তোর কি ফোন খারাপ
আমার মন খারাপ
তোর কি ফোন খারাপ
আমার মন খারাপ
তোর কি ফোন খারাপ
কেন জানিনা এ শরীর এত মেঘলা
মেঘ দেখলেই প্রেম পায় প্রেম চায়
বৃষ্টি আমার কোমর কাঁধ সারাগায়
বৃষ্টি আমায় ছুঁড়ে ফেলে কবিতায়
কেন জানিনা এ শরীর এত মেঘলা
মেঘ দেখলেই প্রেম পায় প্রেম চায়
বৃষ্টি আমার কোমর কাঁধ সারাগায়
বৃষ্টি আমায় ছুঁড়ে ফেলে কবিতায়
একদিন আমি বলেছিলাম আয় ঝিন্টি
আয় ঝেপে বৃষ্টি হয়ে আয়
এখন আমি বড্ড নিরুপায়
বৃষ্টিকে বলি ঝিন্টি হতে পারতিস
মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম
বৃষ্টি তুই ঝিন্টি হতে পারতিস
মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম
বারবার কতবার তোর নাম্বার
চান্স নেই আজ বৃষ্টির কোন থামবার
বারবার কতবার তোর নাম্বার
চান্স নেই আজ বৃষ্টির কোন থামবার
বাজছে বাজছে বেজেই চলে সারাক্ষণ
তোর কি ফোন খারাপ
আমার মন খারাপ
তোর কি ফোন খারাপ
আমার মন খারাপ
তোর কি ফোন খারাপ
আমার মন খারাপ
তোর কি ফোন খারাপ
আমার মন খারাপ
এই... ই তোর কি ফোন খারাপ
আমার মন খারাপ
এই... ই ই এই
তোর কি ফোন খারাপ?
ESTÁS LEYENDO
রসিকের আত্তার খোরাক। গানই জ্ঞান।
Poesíaশুধুমাত্র রসিক মানুষদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। রসিক না হলে পড়বেন না। মানে না বুঝলে পড়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। বই পড়ে সময় নষ্ট করার পক্ষে নই তাই অল্প কথায়ই গল্প কই।