তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই
পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই।।না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে
না পারিলাম পীরিতের ঐ সোনার পাখি ধরতে
আমি এ কূল থেকে ও কূল গেলাম
ঘাটে ঘাটে চোখ রাখিলাম
আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই।।না বাঁধিলাম ডাঙাতে ঘর না ডুবিলাম জলে
না পাইলাম কূল কারো মনে না ভাসলাম অকূলে
তোমায় নাইবা পেলাম এই জনমে
সঙ্গী হবো তোমার সনে
সকল বান্ধন ছিঁড়া যখন ঐ পাড়েতে যাই।।—————
রথীন্দ্রনাথ রায়
VOCÊ ESTÁ LENDO
রসিকের আত্তার খোরাক। গানই জ্ঞান।
Poesiaশুধুমাত্র রসিক মানুষদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। রসিক না হলে পড়বেন না। মানে না বুঝলে পড়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। বই পড়ে সময় নষ্ট করার পক্ষে নই তাই অল্প কথায়ই গল্প কই।