শেকড়। বাই শাহানা বাজপাই।

1 0 0
                                    

রাত্রি যখন রাত্রি নামে
আলোয় মোড়া বিদেশ গ্রামে
আদর মোড়া বিছানাতে পাশ ফেরে সন্তান।।
দস্যি মেয়ের শান্ত মুখে
বাবার আদল মারলে উঁকি
শিকড়, আমার শিকড়,
তখন মারে হ্যাঁচকা টান
চল, ফিরে চল, ফিরে চল,
ফিরে চল, ফিরে চল,
ফিরে চল -ঠোঁটে ঘরে ফেরার গান
চল, ফিরে চল, ফিরে চল,
ফিরে চল, ফিরে চল,
ফিরে চল -মনে ঘরে ফেরার গান

খড় কুটো ঘর বসত বিবর
হাজার মাইল ব্যস্ত শহর
কাছের মানুষ ঝাপসা হলে
ঘোলাটে সংসার
দুরের দেশে যাদের কাছে
বন্ধক চিঠি রাখা আছে
তাদের ঘরে গোপন স্বরে রাতদিন পারাপার

সকাল যখন সকাল ওঠে বরফ গলা সূর্য ফোটে
লেপের ওমে জমলে ক্রমে শীতঘুম অভিমান
ঘুম ভাঙ্গা মেয়ের আদর গলায়
মায়ের কন্ঠ গল্প বলায়
শিকড়,আমার শিকড়, তখন মারে হ্যাঁচকা টান
চল, ফিরে চল, ফিরে চল,ফিরে চল, ফিরে চল,
ফিরে চল -ঠোঁটে ঘরে ফেরার গান
চল, ফিরে চল, ফিরে চল,ফিরে চল, ফিরে চল,
ফিরে চল -মনে ঘরে ফেরার গান

রসিকের আত্তার খোরাক। গানই জ্ঞান।Donde viven las historias. Descúbrelo ahora