মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

1 0 0
                                    

ক্কুলবিল মুমিনিন আরশে আজীম
এইতো আল্লার ঠিকানা।
মসজিদ ঘরে আল্লাহ থাকে না।
ওরে মাওলানা।

আলেম গেছে জালেম হইয়া,
কোরআন পড়ে চণ্ডালে,
সতী-সাধুর ভাত জোটে না,
সোনার হার বেশ্যার গলে।
মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা
শোনো মাওলানা,
মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

যদি মক্কায় গেলে খোদা মিলতো
নবী মিলতো মদিনায়,
দেশে ফিরে কেউ আইতো না
হজ্ব করিতে যারা যায়।।
কেউ যায় টাকার গুমানে,
কেউ যায় দেশ ভ্রমণে,
ধনী যায় ধনের টানে আনিতে সোনাদানা
মসজিদ ঘরে আল্লাহ থাকে না।
ওরে মাওলানা

ক্কুলবিল মুমিনিন আরশে আল্লাহ
এইতো আল্লার ঠিকানা।।

হজ্ব করিতে মক্কায় গিয়া
খরচ করলি যে টাকা
বলি,এই টাকা গরীবরে দিলে
গরীব আর থাকে কেঠা?
তোর ঘরের ধন খায় পরে পরে
দেশের লোক না খাইয়া মরে,
সত্য কথা বললে পরে দেশে থাকতে পারি না।
ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

দ্বীনহীন রাজ্জাকে বলে,
মানুষে মানুষ রতন
বলি,এই মানুষকে ভালোবাসো
বেঁচে আছো যতোক্ষণ।।
মানুষ, চিনতে করিস ভুল তবে হারাবি দুই কূল
ওরে মূল কাটিয়া জল ঢালিলে
ঐ গাছে ফুল ফোটেনা।
মসজিদ ঘরে আল্লাহ থাকে না।
ওরে মাওলানা

—————————–
মাতাল রাজ্জাক দেওয়ান

রসিকের আত্তার খোরাক। গানই জ্ঞান।Donde viven las historias. Descúbrelo ahora